রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হল এনএফএল, এনবিএ’র তারকারা

হায়দ্রাবাদকে উড়িয়ে রাজস্থানের আইপিএল মিশন শুরু
Vinkmag ad

এনএফএল কিংবদন্তি ল্যারি ফিটজেরাল্ড, এনবিএ তারকা ক্রিস পল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস-এ বিনিয়োগ করেছেন। রাজস্থান রয়্যালসের সঙ্গে এবার জুড়ে গেল আমেরিকার বাস্কেটবল এবং ফুটবলও।

রাজস্থান রয়্যালস ফ্র‍্যাঞ্জাইজি এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকান ফুটবল কিংবদন্তি ল্যারি ফিটজগেরাল্ড, ডবল অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী বাস্কেটবল তারকা ক্রিস পল নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন। এই দুইয়ের সঙ্গে জাতীয় ফুটবল লিগের খেলোয়াড় কেলভিন বিচামও তাঁদের সংস্থায় বিনিয়োগ করেছেন। রাজস্থানকে আগামী দিনে বিশ্বব্যপী ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে জমবে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর তাতেই সেখানে ক্রমশ বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। শাহরুখ খানের নাইট রাইডার্সও আমেরিকার ক্রিকেটে বিনিয়োগ করেছে। লস অ্যাঞ্জেলেসে স্টেডিয়াম গড়ে তুলবে তাঁরা। ২০২৮ অলিম্পিক গেমস ক্রিকেট এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত এই স্টেডিয়ামটি নির্মাণের তোড়জোড় করা হচ্ছে।

দুই বারের অলিম্পিক্স সোনাজয়ী আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ক্রিস পল রাজস্থান রয়্যালস ফ্র‍্যাঞ্জাইজিরে বিনিয়োগ করা প্রসঙ্গে বলেছেন,

‘আমেরিকার একজন ক্রীড়াবিদ হয়ে আইপিএলের উন্নতিতে বিনিয়োগ করতে পেরে আমি গর্বিত। স্টেডিয়ামে ম্যাচ দেখার অভিজ্ঞতা বা দর্শকদের সঙ্গে কথা বলাটা এখনও বাকি রয়েছে। তবে এই বিনিয়োগের মাধ্যমে রাজস্থানকে বিশ্বমানের অভিজ্ঞতা দিতে আমি সাহায্য করব।’

এছাড়াও ফুটবলার কেলভিন বিচাম বলেছেন,

‘আন্তর্জাতিক ক্রিকেট কতটা জনপ্রিয় সেটা আমি জানি। তাই রাজস্থানে বিনিয়োগকারী হিসেবে যোগ দিতে পেরে গর্বিত।’

৯৭ ডেস্ক

Read Previous

লঙ্কা সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে শরিফুল ইসলামকে

Read Next

বিবর্ণ মুস্তাফিজ, অল্পের জন্য দিল্লির হার

Total
1
Share