লঙ্কা সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে শরিফুল ইসলামকে

খুশি, তবে মনের মধ্যে 'কিন্তু' ঘুরছে শরিফুলের
Vinkmag ad

বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়। পেসার শরিফুল ইসলামকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। শরিফুল তাঁর ফিটনেস সাপেক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি শরিফুলকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল।

১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের উদ্বোধনী টেস্টে বাঁহাতি পেস বোলারের অংশগ্রহণ সন্দেহের মধ্যে পড়েছিল কারণ তাঁর অস্ত্রোপচার করার সম্ভাবনা ছিল। কিন্তু বিসিবি কর্মকর্তারা শনিবার (৩০ এপ্রিল) ক্রিকবাজকে নিশ্চিত করেছে, সিঙ্গাপুরের চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে তাঁর কোনো অপারেশনের প্রয়োজন হবে না।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,

‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকেই শরিফুলকে পাওয়া যাবে। কারণ এই মুহূর্তে তাঁর কোনো অপারেশনের প্রয়োজন হবে না। তবে এই মুহূর্তে তাসকিনের সেবা আমরা মিস করছি বিবেচনা করে এটি আমাদের জন্য বড় উৎসাহ হবে।’

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ না করেই ইনজুরির কারণে আগেভাগে দেশে ফিরেছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ নেই লঙ্কানদের বিপক্ষে সিরিজে। শরিফুল ইসলাম আছেন বটে, তবে ফিটনেস টেস্টে উতরে পেয়েছেন খেলার ছাড়পত্র।

কাঁধের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়া তাসকিন আহমেদ আগামী ৪ মে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

৮ মে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ৯ মে মিরপুরে অনুশীলন করে ১০ ও ১১ মে বিকেএসপিতে খেলবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। ১২ মে চট্টগ্রাম পৌছে দুইদিন অনুশীলন করে ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে। ২০ মে ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন শেষে ২৩ মে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

৯৭ ডেস্ক

Read Previous

কাউন্টিতে আলোচনার কেন্দ্রে পুজারা-রিজওয়ান জুটি

Read Next

রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হল এনএফএল, এনবিএ’র তারকারা

Total
4
Share