৩৬ দিন, ৯ ম্যাচ পর মুম্বাই ইন্ডিয়ান্সের জয়

rabbithole thumbnail 7

প্রথম ম্যাচ জিততে আইপিএলের সবচেয়ে সফল দলের লাগলো ৯টি ম্যাচ, দিন হিসেব করলে ৩৬ দিন। অবশেষে এবার তারা সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল। রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনফর্ম ব্যাটসম্যান জস বাটলারের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৫৮ রান করে রাজস্থান। বাটলার ৫২ বলে ৬৭ রান করেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে আসে ৯ বলে ২১ রান।

মুম্বাইয়ের পক্ষে রাইলি মেরেডিথ ও ঋত্বিক শকিন ২টি করে উইকেট পান।

জবাবে সুরিয়া কুমার যাদব ও টিম ডেভিডদের মারদা-ঙ্গা ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে জয় পায় মুম্বাই। ৩৯ বলে ৫১ রান সুরিয়ার। তিলক ভার্মা ৩৫ ও ইশান কিশান ২৬ রান করেন। শেষদিকে ৯ বলে অপরাজিত ২০ রানের ঝড়ো ইনিংস খেলে মুম্বাইকে ম্যাচ জেতাতে সাহায্য করেন টিম ডেভিড।

দায়িত্বশীল ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার যায় সুরিয়া কুমারের পক্ষে।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজস্থান রয়্যালসঃ ১৫৮/৬ (২০), বাটলার ৬৭, পাডিকাল ১৫, স্যামসন ১৬, মিচেল ১৭, হেটমেয়ার ৬*, পরাগ ৩, অশ্বিন ২১, বোল্ট ১*; স্যামস ৪-০-৩২-১, শকিন ৩-০-৪৭-২, মেরেডিথ ৪-০-২৪-২, কার্তিকেয় ৪-০-১৯-১

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৬১/৫ (১৯.২), রোহিত ২, ইশান ২৬, সুরিয়া ৫১, তিলক ৩৫, পোলার্ড ১০, ডেভিড ২০*, স্যামস ৬*; বোল্ট ৩-০-২৬-১, কৃষ্ণা ৪-০-২৯-১, অশ্বিন ৪-০-২১-১, চাহাল ৪-০-৩৩-১, কুলদ্বীপ সেন ৩.২-০-২৯-১

ফলাফলঃ মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ সুরিয়া কুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

গুজরাট টাইটান্সের জয়রথ ছুটছেই

Read Next

ক্রিকেট সমর্থকদের কার্যক্রমে মুগ্ধ জামাল ভূঁইয়া

Total
0
Share