

প্রথমবার আইপিএলে যোগ দেওয়া গুজরাট টাইটান্সকে যেনো থামানোই যাচ্ছে না গুজরাট টাইটান্সকে। জয়রথ ছুটেই চলেছে তাদের। এদিন তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) হারিয়েছে ৬ উইকেটে। ৯ ম্যাচে এটি ৮ম জয় তাদের।
শুরুতে ব্যাটিং পায় আরসিবি। ভিরাট কোহলি ও রজত পাতিদারের হাফ সেঞ্চুরির কল্যাণে ৬ উইকেটে ১৭০ রান করে তারা। কোহলি ৫৮ ও পাতিদার ৫২ রান করেন। এছাড়া ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩৩ রান।
গুজরাটের প্রদীপ সাংওয়ান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা গুজরাটকে ভালো সূচনা এনে দেন। শুবমান ৩১ ও সাহা ২৯ রান করেন। মাঝে দ্রুত কিছু উইকেট পড়লে ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা।
তবে রাহুল তেওয়াটিয়া ও ডেভিড মিলারের অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে ৩ বল হাতে রেখে জয় পায় গুজরাট। ঝড়ো ইনিংস খেলেন ২ জনই। তেওয়াটিয়া ২৫ বলে ৪৩ ও মিলার ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
আরসিবির পক্ষে শাহবাজ আহমেদ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পান রাহুল তেওয়াটিয়া।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৭০/৬ (২০), কোহলি ৫৮, ডু প্লেসিস ০, পাতিদার ৫২, ম্যাক্সওয়েল ৩৩, কার্তিক ২, শাহবাজ ২*, লমরর ১৬; শামি ৪-০-৩৯-১, প্রদীপ ৪-০-১৯-২, জোসেফ ৪-০-৪২-১, রাশিদ ৪-০-২৯-১, ফার্গুসন ৪-০-৩৬-১
গুজরাট টাইটান্সঃ ১৭৪/৪ (১৯.৩), সাহা ২৯, শুবমান ৩১, সুদর্শন ২০, হার্দিক ৩, মিলার ৩৯*, তেওয়াটিয়া ৪৩*; শাহবাজ ৩-০-২৬-২, হাসারাঙ্গা ৪-০-২৮-২
ফলাফলঃ গুজরাট টাইটান্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ রাহুল তেওয়াটিয়া (গুজরাট টাইটান্স)।