

ভারতীয় ওপেনার শুবমান গিলের করা এক টুইট সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলছে। টেসলার সিইও ও টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্কের কাছে আর্জি জানিয়েছেন, যাতে তিনি খাবার অর্ডার এবং ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সুইগি’ কিনে নেন। এরপরই শুরু হয় ট্রলের বন্যা।
খাবার ডেলিভারি দিতে দেরি করায় ক্ষুব্ধ শুবমান গিল, সময়মতো ডেলিভারির জন্য ইলন মাস্ককে সুইগি প্রতিষ্ঠানটি কেনার জন্য অনুরোধ করলেন শুবমান গিল। টুইটার কেনার পর কি এবার ইলন মাস্কের নজরে পড়বে সুইগি?
শুবমান গিল টুইট করে লিখেন,
‘ইলন মাস্ক, দয়া করে সুইগি কিনুন, যেন তাঁরা সময়মতো খাবার ডেলিভারি করতে পারে।’
Elon musk, please buy swiggy so they can deliver on time. @elonmusk #swiggy
— Shubman Gill (@ShubmanGill) April 29, 2022
মুহূর্তের মধ্যেই গিলের করা এই টুইট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই শুভমানকে সমর্থন জানিয়ে রিটুইট করেন। কেউ আবার তাঁর সমালোচনা করছেন।
চলতি সপ্তাহের শুরুতেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নেন টেসলার কর্ণধার মাস্ক।
They are still faster than your batting in T20 cricket https://t.co/3uaGLmhL5w
— Mohammed Zaid (@Mohammed_zaid19) April 30, 2022
Elon Musk, please buy Virat Kohli so he can get his 71st century.@elonmusk @imVkohli #swiggy #ViratKohli https://t.co/JJSr3JQ16B
— Anish Mohanty (@AnishhTweet) April 30, 2022
You couldn't handle when last time someone in orange jersey delivered fast pic.twitter.com/urwkAHrYhL https://t.co/QEvLEv0tPS
— Gokul (@Gokul_Officl) April 30, 2022
😂😂😂 Swiggy Vs Shubman Gill#Fastestdelivery#vsgill#titfortat#RetaliationSwiggy pic.twitter.com/tnlmIyrryT
— Mystery Seconds (@MysterySeconds) April 30, 2022
Elon musk, Please buy @ShubmanGill so he can make century in every match #swiggy https://t.co/f5K7G2DBV6
— Ravi Mishra (@mishrrav) April 29, 2022