

চোট পেয়ে বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের আরশাদ খান। আইপিএল ২০২২’এর বাকি অংশের জন্য আরশাদের বদলি হিসেবে বাঁহাতি-স্পিনার কুমার কার্তিকিয়াকে চুক্তিবদ্ধ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
কার্তিকিয়া মধ্যপ্রদেশের হয়ে আটটি টি-টোয়েন্টি খেলে মোট নয় উইকেট দখলে নিয়েছেন। ২০২১-২২ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, ৫.০৫ ইকোনমি রেটে দলের পক্ষে যৌথ দ্বিতীয়-সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ২৪ বছর বয়সী এই স্পিনার নয়টি প্রথম-শ্রেণীর ম্যাচ এবং ১৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন, সেগুলিতে যথাক্রমে ৩৫ এবং ১৮টি উইকেট নিয়েছেন।
Wishing our all-rounder Mohd. Arshad Khan a speedy recovery.????
Come back stronger, Arshad bhai ????????#OneFamily #DilKholKe #MumbaiIndians pic.twitter.com/u8zdpZG3Pz
— Mumbai Indians (@mipaltan) April 28, 2022
আনক্যাপড বাঁ-হাতি সিমার আরশাদ, এই মরসুমে এখনও মুম্বাইয়ের জার্সিতে কোনও খেলায় অংশ নেননি। ইনজুরিতে পড়ায় তাঁর বিকল্প হিসেবে কার্তিয়েককে স্কোয়াডে যুক্ত করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্জাইজি।
কুমার কার্তিকিয়া ২০ লাখ ভারতীয় রূপি ভিত্তিমূল্যে মুম্বাই স্কোয়াডে যোগ দেন। এম অশ্বিন, মায়াঙ্ক মারকান্ডে এবং ফ্যাবিয়ান অ্যালেন মুম্বাইয়ের হাতে অন্যান্য স্পিন বোলিং বিকল্প।
From being a support player to now being drafted into the first team! ????
Welcome to #OneFamily, Kartikeya ????#DilKholKe #MumbaiIndians @Kartike54075753 https://t.co/KYSVibKHfl
— Mumbai Indians (@mipaltan) April 28, 2022
মৌসুমের শুরু থেকে টানা আটটি পরাজয়ের ফলে, মুম্বাই ইন্ডিয়ান্স এখনই প্লে অফের দৌড়ের বাইরে। তাঁদের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।