

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর পূর্ণ ক্ষমতা থাকা উচিত। এর আভ্যন্তরীন কর্মকান্ডে সরকারের হস্তক্ষেপ থাকা অনুচিত বলে মত দিয়েছেন তিনি।
এক রিসিপশন প্রোগ্রামে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি পিসিবির সরকার থেকে আলাদা থাকা উচিত। সিইও ও চেয়ারম্যান নিয়োগ সরকারের দ্বারা হওয়া উচিত না, পিসিবির পূর্ণ স্বাধীন হওয়া উচিত এবং এর নিজস্ব ইলেকশন সিস্টেম থাকা দরকার যেখানে সরকার কোনরূপ হস্তক্ষেপ করবে না।’
আফ্রিদির এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন বর্তমান পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার ভবিষ্যত কি হবে তা নিয়ে শঙ্কা দেখে দিয়েছে। ইমরান খানের সরকার আস্থা ভোটে হারার পর থেকে এই শঙ্কার জায়গা তৈরি হয়েছে।
গুঞ্জন আছে তার চেয়ারে এমন কেউ বসতে পারেন যিনি কিনা বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আস্থাভাজন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ প্যাট্রন হন দেশটির প্রধানমন্ত্রী। তিনি এক বা দুইজনকে মনোনয়ন দেন যেখান থেকে একজন নির্বাচিত হন।
আফ্রিদি মনে করেন এই নিয়মে বদল আসা জরুরি। তাহলেই কেবল প্রতিষ্ঠানটি সঠিকভাবে চলতে পারবে।
আফ্রিদি বলেন, ‘এই কারণেই পাকিস্তানের ক্রিকেট সমস্যার সম্মুখিন হয়। আমি মনে করি এই ডিপার্টমেন্ট পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বড় ভূমিকা রাখতে পারে। কোন বোর্ড নতুন কিছু আনার চেষ্টা করলে তাদেরকে পরীক্ষা করতে দেবার সুযোগ দেওয়া জরুরি।’