

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বে নুরুল হাসান সোহান আছেন উড়ন্ত ফর্মে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা নিশ্চিত করা ম্যাচে আজ (২৬ এপ্রিল) দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। দারুণ এক ইনিংস খেলে সোহান বলছেন ড্রেসিং রুমের পরিবেশই তাকে আত্মবিশ্বাসী করেছে।
সুপার লিগের চার ম্যাচে তার ইনিংসগুলো যথাক্রমে ৭৩, ১৩২*, ৭১ ও ৮১* রানের। যেখানে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৩২ রানের হার না মানা ইনিংসে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন। আর আজকের ৮১ রানের ইনিংসটিকেও রাখতে হবে বেশ মর্যাদার জায়গায়।
আবাহনীর দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭৮ রানেই ৫ উইকেট হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেখান থেকে প্রথমে পারভেজ রাসুলের (৩৩) সাথে ৭২ ও পরে জিয়াউর রহমানের (৩৯*) সাথে অবিচ্ছেদ্য ৮০ রানের জুটিতে ১৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন সোহান।
ম্যাচ শেষে সোহান জানালেন ধারাবাহিকভাবে এমন পারফর্মের পেছনে রহস্য সম্পর্কে, ‘আলহামদুলিল্লাহ খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম। আর গত কিছু বছর ধরে তো শেখ জামালের হয়ে খেলি সেটা আলাদা ফিলিংস এনে দেয়। আর শেখ জামালের ড্রেসিংরুমে তো আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে।’
‘আমাদের ড্রেসিংরুমের পরিবেশটা খুব ভালো এবং এটাই সবচেয়ে বড় কথা। আর এবার আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দলের জন্য কিছু করতে পারব। আমাদের যখন ব্যাটিং লাইনে ৮-৯ জন ব্যাটসম্যান আছে। আমাদের ইচ্ছা ছিল অনেকদূর পর্যন্ত ব্যাট করা।’
ধারাবাহিকভাবে দলের বিপদে ত্রাণকর্তা হয়ে হাজির হওয়া সোহান বলছেন নিজেকে এখনো পরিণত ব্যাটার দাবি করেন না। তবে জাতীয় দলের হয়ে এমন পরিস্থিতি আসলে চেষ্টা করবেন একইভাবে দলকে উদ্ধার করার।
‘না না আমি এখনও ওভারে চিন্তা করছি না (পরিণত ব্যাটার)। তবে ওরকম পরিস্থিতি যদি আসে তাহলে চেষ্টা করবো বাংলাদেশ দলের জন্য যেন কিছু করতে পারি। আর এ জিনিসগুলো দ্বারা অভ্যাস তৈরি হওয়া একটা বড় ব্যাপার। আর প্রতি ম্যাচেই নিজেকে বিভিন্ন ভাবে চেঞ্জ করা লাগে। সেটাও শিখতে চাইছি।’