

এক ম্যাচ হাতে রেখেই চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা নিজেদের করে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলকে প্রথম বার শিরোপা এনে দেওয়ার পথে অধিনায়কত্বে মুগ্ধ করেছেন ইমরুল কায়েস। ঘরোয়া ক্রিকেটে ইমরুল এমনিতে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এনে দেন টানা দুই শিরোপা।
শেখ জামালকে ডিপিএল শিরোপা জেতানোর ক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল শিরোপা জেতাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন ইমরুল।
আবাহনীর বিপক্ষে মিরপুরে আজ (২৬ এপ্রিল) শেখ জামাল জিতেছে ৪ উইকেটে। আগে ব্যাট করা আবাহনীর ২২৯ রানের জবাবে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়েছিল শেখ জামাল। সেখান থেকে অপরাজিত ৮১ রানের দারুণ এক ইনিংসে জয় নিশ্চিত করেন নুরুল হাসান সোহান।
১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এক ম্যাচ আগেই ডিপিএল ইতিহাসে প্রথমবার শিরোপা শেখ জামালের। যে ম্যাচে তারা হারিয়েছে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর সবচেয়ে বেশিবার শিরোপা জেতা আবাহনীকে।
ম্যাচ শেষে ইমরুল জানালেন শেখ জামালের শিরোপা জয়ের মন্ত্র, ‘কুমিল্লায় (বিপিএলে) যখন আমি যাই সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হবো। এ বছর যখন আমি শেখ জামালে যাই সবার প্রতি বার্তাটা এমনই ছিল যে আমি দেখতে চাই না যে দু-একটা নির্দিষ্ট দল প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়।’
‘এই ক্রিকেটারদের সঙ্গে আমরা ঘুরে ফিরে খেলি। ওরা যদি পারে আমরা কেন পারব না। এই বিশ্বাসটা সবার মনে দিতে পেরেছি বলে এই সাফল্যটা এসেছে। অধিনায়ক হিসেবে দলের সবার সাথে কতটুকু ঘনিষ্ঠ এটা গুরুত্বপূর্ন। অধিনায়ক হিসেবে যদি মনে করেন আপনি আলাদা থাকতে চান তাহলে বন্ডিংটা তৈরি হয় না। আমার সাথে সবার সম্পর্কটা ওরকম। তাই সবাই মন থেকে চায় যেন দলটা চ্যাম্পিয়ন হয়।’
আজ শিরাপা নিশ্চিত হওয়া ম্যাচ ছাড়াও সুপার লিগের প্রথম ম্যাচে ঝলক দেখান সোহান। খাদের কিনারা থেকে টেনে তুলে সেঞ্চুরি হাঁকিয়ে দল জেতান এই উইকেট রক্ষক ব্যাটার। জাতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় কিছু ম্যাচে তাকে পায়নি শেখ জামাল।
সোহানকে নিয়ে অধিনায়ক ইমরুলের ভাষ্য, ‘আশা করেছিলাম সোহান এমনই ব্যাট করবে। সোহানের মতো কেউ করতে পারছিল না। সোহান যতদিন ছিল না আমরা এরকম কাউকে মিস করছিলাম।’
‘মৃত্যুঞ্জয় ডেথ ওভারে কয়েকটা ম্যাচে ভাল বল করেছে ম্যাচ বের করে দিয়েছে। সানজামুল ভাল করেছে। সত্যি বলতে পারভেজ রসুল আমাদের হয়ে দারুণ খেলেছে। আমি ভাবি নাই এত ভালো করবে।’