

এর আগে ১৪ বার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলে ৬ বার ফাইনাল খেলা মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছে ৫ বার। ২০১০ সালে রানার আপ হলেও ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জয়ের উল্লাসে মেতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে আইপিএল ইতিহাসের সফলতম দল এবারের আসরে লিখেছে ব্যর্থতার গল্প। এখন অব্দি টুর্নামেন্টে ৮ ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
দল ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। ব্যাট হাতে তেমন রানের দেখা পাননি অধিনায়ক রোহিত শর্মা। ৮ ম্যাচে ১৯.১২ গড়ে করেছেন ১৫৩ রান, সর্বোচ্চ ৪১।
এমতাবস্থায় দলের প্রতি বিশ্বাস আছে জানিয়ে এক টুইট করেছেন রোহিত।
রোহিত শর্মা লিখেছেন, ‘আমরা টুর্নামেন্টে আমাদের সেরাটা দিতে পারিনি। তবে এমনটা হয়। অনেক বড় দল এমন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে আমি এই দলকে ও দলের পরিবেশকে ভালোবাসি। এখন পর্যন্ত যেশন শুভাকাঙ্ক্ষীরা দলের প্রতি লয়াল থেকে তাদের বিশ্বাস হারাননি তাদেরকে সাধুবাদ জানাই।’
We haven’t put our best foot forward in this tournament but that happens,many sporting giants have gone through this phase but I love this team and it’s environment. Also want to appreciate our well wishers who’ve shown faith and undying loyalty to this team so far 💙@mipaltan
— Rohit Sharma (@ImRo45) April 25, 2022