

চলমান ডিপিএলের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুল ফেটে যাওয়া মেহেদী হাসান মিরাজকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অ্যাঙ্কেল চোটে পড়া মুশফিকুর রহিম সেরে উঠেছেন পুরোপুরি।
গতকাল (২৪ এপ্রিল) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন চোটে পড়েন মিরাজ-মুশফিক।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা মিরাজ হাতে ব্যথা পান প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে। ক্যাচ মিসের সাথে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় এই অলরাউন্ডারের।
পরে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের একটি হাসপাতালেও। করানো হয় এক্স-রে, আর সেখানেই একটি চিড় ধরা পড়ে। যে কারণে বিসিবির মেডিকেল বিভাগ তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে।
অন্যদিকে ফিল্ডিং করতে গিয়ে তার সতীর্থ মুশফিকও পায়ে চোট পান। পরে বরফ দেওয়া সহ প্রাথমিক চিকিৎসা করানো হয়। যদিও মুশফিক এখন ফিট, খেলবেন শেখ জামালের হয়ে পরের ম্যাচেই।
এ প্রসঙ্গে ‘ক্রিকেট৯৭’ কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,
‘মিরাজের আঙুলে একটা চিড় (ফ্র্যাকচার) ধরা পড়েছে। আমরা এটাকে বেন্ডেজ করে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। আর মুশফিক ফিট আছে, আগামীকালকের ম্যাচেই খেলতে পারবে।’
দুই সপ্তাহ বিশ্রামের ফলে মিরাজের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার কথা। দেবাশীষ অবশ্য এখনই এ নিয়ে কিছু বলতে চান না।
‘আসলে এটা নিয়ে বলা যাবে দুই সপ্তাহ পর। তখন ওর বেন্ডেজ খুলে কি পরিস্থিতি দেখা যায় সেটার উপর নির্ভর করছে।’
উল্লেখ, আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে।