

লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে করেছেন ম্যাচ জেতানো সেঞ্চুরি। ৬২ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি। মুম্বাইকে ৩৬ রানে হারানো ম্যাচে ম্যাচসেরা হয়েছেন তিনি। তবে ম্যাচশেষে গুনেছেন জরিমানা।
৩০ বছর বয়সী লোকেশ রাহুল রবিবার এক রেকর্ডও গড়েন। যৌথভাবে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরি (৬) এর মালিক এখন তিনি।
View this post on Instagram
তবে স্লো ওভার রেটের জন্য লোকেশকে গুনতে হয়েছে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা। এটা চলমান আইপিএলে তার দলের ২য় স্লো ওভার রেটের ঘটনা। প্রথম বারের জন্য ১২ লাখ রুপি জরিমানা হয়েছিল তার।
এবার অবশ্য লোকেশ রাহুলের ২৪ লাখ ভারতীয় রুপির সাথে দলের অন্যদের ৬ লাখ ভারতীয় রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরষ্কার জেতা রাহুল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেন, ‘এই পুরষ্কার দিয়ে স্লো ওভার এটের জন্য পাওয়া জরিমানা উশুল করতে হবে।’