রাব্বির সেঞ্চুরিতে রুপগঞ্জ টাইগার্সের বড় জয়

রাব্বির সেঞ্চুরিতে রুপগঞ্জ টাইগার্সের বড় জয়
Vinkmag ad

চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এ সুপার লিগে উঠলেও শিরোপার লড়াইয়ে আর নেই রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই দুই দলের লড়াইয়ে অবশ্য জিতেছে রুপগঞ্জ টাইগার্স।

ফজলে রাব্বি মাহমুদের সেঞ্চুরি, ইমরানুজ্জামান-মার্শাল আইয়ুবের ফিফটিতে ৩১৪ রান করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। জবাবে ২৩০ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করে রুপগঞ্জ। জাকির হাসান ও ইমরানুজ্জামানের উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। জাকির হাসান ২৪ রান করলেও ফিফটি তুলে নেন ইমরানুজ্জামান। ৮৩ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৩ রান করেন তিনি।

৩য় উইকেট জুটিতে শতরানের জুটি গড়েন রাব্বি ও অধিনায়ক মার্শাল আইয়ুব। এই জুটিতে ছেদ পড়ে রাব্বি ১০৮ বলে ৫ চার ৪ ছয়ে ১০৪ রান করে রিটায়ার্ট হার্ট হলে।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৫৩ রান (৫১ বলে)। শেষে আরিফুল হক ঝরে ৩০০ এর গন্ডি পার করে দল। ১৩ বলে ১ চার ও ৫ ছয়ে ৪১ রান করেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে ২ টি করে উইকেট পান জয়নুল ইসলাম ও মাহমুদুল হাসান।

জবাব দিতে নেমে শুরুর ওভারেই শুন্য হাতে ফেরেন প্রান্তিক নওরোজ নাবিল। ৫ম ওভারে ফেরেন জুবারুল ইসলামও।

মাহমুদুল হাসান ও অধিনায়ক আকবর আলির ব্যাটে ফিফটি আসলেও তা যথেষ্ট হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ২৩০ এই অলআউট হয় আকবর আলির দল।

রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের পক্ষে ৪ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ উইকেট নেন মোহাম্মদ শরিফউল্লাহ, ২ উইকেট ফরহাদ রেজার।

সংক্ষিপ্ত স্কোরঃ

রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৩১৪/৪ (৫০), ইমরানুজ্জামান ৭৩, জাকির ২৪, রাব্বি ১০৪ (রিটায়ার্ড হার্ট), মার্শাল ৫৩, সাদ ১৫*, আরিফুল ৪১; জয়নুল ১০-০-৭০-২, মাহমুদুল ১০-০-৩৮-২

গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩০/১০ (৪৩.৩), নাবিল ০, মাহমুদুল ৫৯, জুবারুল ২, ধ্রুব ১৯, আল আমিন জুনিয়র ১৫, আকবর ৫০, সাইদ ৩৪, সানি ২৪, আতিক ৮, জয়নুল ১১, খালেদ ৩*; নাসুম ৮.৩-১-৫৪-৪, ফরহাদ ৬-০-৩১-২, শরিফউল্লাহ ১০-০-৪১-৩, আরিফুল ২-০-১২-১

ফলাফলঃ রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮৪ রানে জয়ী

ম্যাচসেরাঃ ফজলে রাব্বি মাহমুদ (রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)।

৯৭ প্রতিবেদক

Read Previous

নীরবে পারফর্ম করে যাওয়া মোসাদ্দেকের অপেক্ষা ফুরোবে কবে?

Read Next

মাশরাফি বলছেন চিরাগদের কাছ থেকে শেখা উচিৎ বাংলাদেশী তরুণদের

Total
1
Share