

সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে একপ্রকার পর্যুদস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। এবারের আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান করলো ফাফ ডু প্লেসিসের দল। হায়দ্রাবাদের কাছে তারা হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।
টসে জিতে বোলিং নিয়ে আরসিবিকে বড় ধাক্কাটা দিয়েছিলেন হায়দ্রাবাদের দক্ষিণ আফ্রিকান রিক্রুট ৬ ফুট ৮ ইঞ্চির মার্কো জানসেন। নিজের প্রথম ওভারেই স্বদেশী ডু প্লেসিস, ভিরাট কোহলি ও অনুজ রাওয়াতকে সাজঘরের পথ দেখান।
এরপর হায়দ্রাবাদের দেশি বোলারদের তোপের মুখে আরসিবিকে মাত্র ৬৮ রানে অলআউট করে দেয় হায়দ্রাবাদ। আরসিবির সুয়াশ প্রভুদেসাই (১৫) ও গ্লেন ম্যাক্সওয়েল (১২) ছাড়া আর কেউ ২ অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। টানা ২য় ম্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পেলেন কোহলি।
জানসেনের ৩ উইকেট ছাড়াও থাঙ্গারাসু নটরাজন ৩টি ও জগদেশা সুচিথ ২ উইকেট নেন।
৬৯ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে অভিষেক শর্মার উইকেট হারিয়ে ৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। অভিষেক ২৮ বলে ৪৭ রান করেন। উইলিয়ামসন ১৬ ও রাহুল ত্রিপাঠি ৭ রানে অপরাজিত থাকেন।
আরসিবির পক্ষে একমাত্র উইকেটটি নেন হারশাল প্যাটেল।
ম্যাচ সেরা হন মার্কো জানসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ৬৮/১০ (১৬.১), ডু প্লেসিস ৫, অনুজ ০, কোহলি ০, ম্যাক্সওয়েল ১২, প্রভুদেসাই ১৫, শাহবাজ ৭, কার্তিক ০, হারশাল ৪, হাসারাঙ্গা ৮, হ্যাজেলউড ৩*, সিরাজ ২; জানসেন ৪-০-২৫-৩, ভুবনেশ্বর ২.১-০-৮-১, নটরাজন ৩-০-১০-২, সুচিথ ৩-০-১২-২, উমরান ৪-০-১৩-১
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ৭২/১ (৮), অভিষেক ৪৭, উইলিয়ামসন ১৬*, ত্রিপাঠি ৭*; হারশাল ২-০-১৮-১
ফলাফলঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ মার্কো জানসেন (সানরাইজার্স হায়দ্রাবাদ)