

রাজস্থান রয়্যালস ও ইংল্যান্ডের তারকা ওপেনার জস বাটলার চলমান আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আছেন ফর্মের তুঙ্গে। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৬৫ বলে ১১৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি।
এই ইনিংসকে স্পেশাল আখ্যা দিয়ে বাটলার জানান জীবনের সেরা ফর্ম উপভোগ করছেন তিনি। ৯ টি করে চার ও ছয়ে সাজানো ইনিংসে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন তিনি।
চলতি আইপিএল মৌসুমে এটি ছিল জস বাটলারের ৩য় শতক। সবমিলে শেষ ৮ আইপিএল ইনিংসে ৪র্থ!
View this post on Instagram
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বাটলার বলেন, ‘এটা ছিল স্পেশাল এক নক। আমি এটা উপভোগ করেছি, স্টেডিয়ামকে ভালোবেসে ফেলেছি। এখানকার পরিবেশ দারুণ। আমি আমার জীবনের সেরা ফর্ম উপভোগ করছি। আমি এই ফর্ম গোটা টুর্নামেন্টেই চালিয়ে নিতে চাই।’
তিনি যোগ করেন, ‘প্রথম ওভারে বল সুইং করছিল, একটু ট্রিকি ছিল। আপনাকে চাপ কাটিয়ে খেলতে হবে। যখন আপনি ফ্লো পেয়ে যাবেন, আত্মবিশ্বাসও ফিরে আসবে।’
দেবদূত পাডিকালের সঙ্গে তার ১৫৫ রানের উদ্বোধনী জুটি নিয়ে তিনি বলেন, ‘আমরা দারুণ কিছু জুটি গড়তে সমর্থ হয়েছি। দেবদূত অপর প্রান্ত থেকে ভালো খেলছে। আমরা অ্যাটাক করে খেলতে চেয়েছিলাম যাতে করে চাপটা দিল্লির ওপর আসে।’
এই মুহূর্তে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। বলাই বাহুল্য সর্বোচ্চ রানের মালিক জস বাটলার।