

ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক প্রতি বছরের ন্যায় এইবারও বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়েছে। উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার হলেন জাসপ্রীত বুমরাহ, ডেভন কনওয়ে, অলি রবিনসন, রোহিত শর্মা এবং ডেন ভ্যান নিয়েক।
ক্রিকেটের সবচেয়ে আদি এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু ১৮৮৯ সাল থেকে। ইংলিশ মৌসুমের উপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবারও ৫ জন ক্রিকেটার বাছাই করে ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।
উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটার হলেন- জাসপ্রীত বুমরাহ, ডেভন কনওয়ে, অলি রবিনসন, রোহিত শর্মা এবং ডেন ভ্যান নিয়েক।
উইজডেনের দ্য লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড এর খেতাব জিতেছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ম্যাগাজিনের ‘লিডিং ক্রিকেটার্স অব দ্যা ইয়ার’ নির্বাচিত হয়েছেন, ইংল্যান্ডের জো রুট এবং দক্ষিণ আফ্রিকার নারী ব্যাটার লিজেল লি।
ফাইভ ক্রিকেটার্স অফ দ্য ইয়ার-
জাসপ্রীত বুমরাহ (ভারত)
ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)
অলি রবিনসন (ইংল্যান্ড)
রোহিত শর্মা (ভারত)
ডেন ভ্যান নিয়েক (দক্ষিণ আফ্রিকা, নারী)
দ্য লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড-
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
দ্য লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড-
জো রুট (ইংল্যান্ড)
লিজেল লি (দক্ষিণ আফ্রিকা, নারী)