

ফাফ ডু প্লেসিসের অধিনায়কোচিত ইনিংসের পর জশ হ্যাজেলউডের কারুকার্যময় বোলিংয়ে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। লখনৌ সুপার জায়ান্টসকে তারা হারিয়েছে ১৮ রানের ব্যবধানে।
টসে হেরেও প্রথমে ব্যাটিং পায় আরসিবি। প্রথম ওভারেই অনুজ রাওয়াত ও ভিরাট কোহলি সাজঘরে ফিরে যান। গ্লেন ম্যাক্সওয়েলের সাথে ডু প্লেসিসের ৩৭ রানের জুটির পর আবারও ছন্দপতন আরসিবির, ম্যাক্সওয়েল ২৩ রানে আউট হন।
৬২ রানের মাঝে ৪ উইকেট হারানোর পর শাহবাজ আহমেদের সাথে ৭০ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করার আভাস দেন ডু প্লেসিস। শাহবাজের ২৬ রানে বিদায়ের পরও ঝড়ো ব্যাটিংয়ে মনযোগ ধরে রাখেন ডু প্লেসিস। শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেন সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস। ৬৪ বলে ৯৬ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছয়। আরসিবি শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮১ রানে থামে।
লখনৌর পক্ষে দুশমান্থ চামিরা ও জেসন হোল্ডার ২টি করে উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ক্রুনাল পান্ডিয়ার ৪২ ও অধিনায়ক লোকেশ রাহুলের ৩০ রান ছাড়া লখনৌর আর কোন ব্যাটসম্যান ত্রিশোর্ধ্ব রান করতে পারেনি। শেষদিকে মার্কাস স্টয়নিস ১৫ বলে ২৪ রান ও জেসন হোল্ডার ৯ বলে ১৬ রানের ঝড় তুললেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ৮ উইকেটে ১৬৩ রান পর্যন্ত করতে সক্ষম হয় লখনৌ।
আরসিবির পক্ষে হ্যাজেলউড ৪টি ও হারশাল প্যাটেল ২ উইকেট নেন।
ম্যাচ সেরা হন ফাফ ডু প্লেসিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৮১/৬ (২০), অনুজ ৪, ডু প্লেসিস ৯৬, কোহলি ০, ম্যাক্সওয়েল ২৩, প্রভুদেসাই ১০, শাহবাজ ২২, কার্তিক ১৩*, হারশাল ০*; চামিরা ৩-০-৩১-২, ক্রুনাল ৪-০-২৯-১, হোল্ডার ৪-০-২৫-২
লখনৌ সুপার জায়ান্টসঃ ১৬৩/৮ (২০), রাহুল ৩০, ডি কক ৩, মনীশ ৬, ক্রুনাল ৪২, হুডা ১৩, বাদোনি ১৩, স্টয়নিস ২৪, হোল্ডার ১৬, চামিরা ১*, বিষ্ণয় ০*; সিরাজ ৪-০-৩১-১, ম্যাক্সওয়েল ২-০-১১-১, হ্যাজেলউড ৪-০-২৫-৪, হারশাল ৪-০-৪৭-২
ফলাফলঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮ রানে জয়ী
ম্যাচ সেরাঃ ফাফ ডু প্লেসিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।