বিজয় ইস্যুতে মাঠেই উত্তাপ ছড়িয়েছেন মোসাদ্দেক-শরফুদ্দৌলা

বিজয় ইস্যুতে মাঠেই উত্তাপ ছড়িয়েছেন মোসাদ্দেক-শরফুদ্দৌলা

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) আম্পায়ারিং বিতর্ক থেমে নেই। সুপার লিগের প্রথম দিনেই যেমন আম্পায়ারের সাথে বাগ-বিতন্ডায় জড়ালেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

ডিপিএল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। মিরপুরে টস হেরে আগে ব্যাট করছিল প্রাইম ব্যাংক।

ঘটনা ইনিংসের ১১তম ওভারে। ওভারের তৃতীয় বল করতে যাচ্ছিলেন আরাফাত সানি, তবে এই বাঁহাতি স্পিনারকে থামান আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। কারণ ততক্ষণে তাঁর দিকে কিছু একটা বলতে বলতে এগিয়ে আসছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক।

received 1119954221900372

received 687784072531131

received 1325834437899006

এক পর্যায়ে দুজনে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করেন। কিছু একটা নিয়ে নিজের ঘোর আপত্তির কথা জানাচ্ছিলেন মোসাদ্দেক। যদিও তার বলার ধরণে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। যা থামাতে মাঝখানে ঢাল হয়ে আসেন আবাহনীর আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।

তবুও দু’জনকে খুব একটা শান্ত করা যাচ্ছিল না। পরে অবশ্য দুজনেই ফিরে যান নিজ নিজ জায়গায়। এক বল পর আবারও একই দৃশ্য, এবার দুজনে আরও বেশি রাগান্বিত। আম্পায়ার সৈকত তো মোসাদ্দেককে মুখে আঙুল দিয়ে চুপ করার ইশারাও দেন।

received 397883858850658 01

মূলত কি হয়েছিল মাঠে তা জানতে ইনিংস বিরতিতে আবাহনী ম্যানেজার মাসুম ইকবাল মামুনের সাথে যোগাযোগ করা হলে ‘ক্রিকেট৯৭’ কে তিনি বলেন,

‘আসলে বিজয় বারবার উইকেটের মাঝখানে চলে আসছিল। কিন্তু কোনো কারণে আম্পায়ার সেটা গুরুত্ব সহকারে নেয়নি কিংবা তার চোখে পড়েনি। এটা নিয়ে মোসাদ্দেক একটু অভিযোগ করেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ইংল্যান্ডের নতুন ব্যবস্থাপনা পরিচালক রব কি, খুঁজবেন রুট-সিলভারউডের বিকল্প

Read Next

প্রাইম ব্যাংকের কাছে বড় হারে শিরোপা থেকে আরও দূরে গেলো আবাহনী

Total
0
Share