

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেই শিরোপার পথে ঠিকঠাক এগোতে পারেনি প্রাইম ব্যাংক। কাগজে-কলমে এখনো আশা টিকে রইলেও কাজটা বেশ কঠিন। শুরু আর শেষের অমিলের কারণ হিসেবে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তার বেশিরভাগ ক্রিকেটারই আনফিট। এমনকি দিয়ে দিয়েছেন বার্তাও, পরেরবার খেলতে হলে বেটার ফিটনেস নিয়ে আসতে হবে।
প্রথম ৭ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের উপরেই ছিল প্রাইম ব্যাংক। তবে শেষ ৩ ম্যাচে হারতে হয়েছে টানা। ফলে ঐ ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করে প্রাইম ব্যাংক।
সুপার লিগ নিশ্চিত হলেও তাদের চেয়ে এগিয়ে থাকা লেজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টপকে শিরোপা জেতা প্রায় অসম্ভব। শেখ জামাল প্রথম পর্বে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
আগামীকাল (১৮ এপ্রিল) সুপার লিগের প্রথম রাউন্ডেই শক্তিশালী আবাহনীর বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক। তার আগে আজ অনুশীলন শেষে কোচ জানালেন কেন তাদের শুরু আর শেষের অমন অমিল।
মিরপুরে সংবাদিকদের সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় আমার দলের বেশিরভাগ ক্রিকেটারই আনফিট। এনার্জিটা ৩-৪ ম্যাচের জন্য ছিল, এরপর ছিল না। মৌসুমের আগে থেকে ক্রিকেটারদের নিজেদেরই…আসলে মৌসুমের মাঝপথে ফিটনেস উন্নতি সম্ভব না। পুরো টুর্নামেন্টে আমার মনে হয় সবচেয়ে বাজে ফিল্ডিং দিক ছিল আমাদের।’
‘এ জায়গাটা মেক আপ করা কঠিন হবে। আশা করবো পরের বছর তারা যেন এই কাজটা (ফিটনেস) আগে থেকে করে আসে। কারণ এটা দলের জন্যও ভালো হবে তাদের জন্যও ভালো হবে।’
দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে শেষদিকে ভুলের মাত্রা বাড়া মানে ফিটনেসে ঘাটতি আছে বলে মনে করেন দেশের স্বনামধন্য এই কোচ।
‘দেখেন শেষেরদিকে আপনি যত ভুল করবেন তত বুঝতে হবে আপনি আনফিট। স্বাভাবিকভাবে আমাদের দেশের ক্রিকেটারদের এটা বেশি হয়। আমি বলবো যে আপনার ফিটনেস ভালো হলে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না।’
‘এটা পুরোটাই নির্ভর করে আপনার ফিটনেসের উপর। এটা মেন্টাল ফিটনেস বলেন আর শারীরিক ফিটনেস বলেন, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তো আমার কাছে মনে হয় যারা শেষেরদিকে ভুল করে তারা এ কারণেই ভুলটা করে বেশি।’
সালাউদ্দিন অবশ্য দলের ক্রিকেটারদে দিয়ে দিয়েছেন বার্তা, পরের বার খেলতে হলে অবশ্যই উন্নতি করতে হবে ফিটনেসে। আর সেরকমটা না হলে মিলবে না খেলার সুযোগ।
তিনি যোগ করেন, ‘বার্তা আমি ইতোমধ্যে দিয়ে দিয়েছি। পরের বার যদি খেলতে হয় তবে বেটার ফিটনেস নিয়ে খেলতে হবে। এ ছাড়া খেলার কোনো সুযোগ নেই।’