আবাহনীর শক্তি বাড়াতে আগেই বাংলাদেশে শ্রীলঙ্কার টেস্ট সহ-অধিনায়ক

featured photo1 48
Vinkmag ad

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষনা হয়েছে। তবে সহ-অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা চলে এসেছেন বেশ আগেই। মূলত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব খেলতেই আগে আসা।

আগামীকাল (১৮ এপ্রিল) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার লিগ পর্ব শুরু করবে আবাহনী। প্রথম পর্বে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে থেকে শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টপকে শিরোপা ধরে রাখতে সুপার লিগে সবকটি ম্যাচেই জিততে হতে পারে আবাহনীকে। সেই কঠিন পথ পাড়ি দিতেই দলের শক্তিমত্তা বাড়াতে ধনঞ্জয়াকে অন্তর্ভূক্ত করা।

টুর্নামেন্টের শুরুতে আবাহনীর বিদেশী ক্রিকেটার হিসেবে খেলেছেন আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান। এরপর প্রথম পর্বের বাকি অংশ সামলেছেন ভারতীয় হনুমা বিহারি।

এবার সুপার লিগ পর্বে যোগ দিল লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার টেস্ট সহ-অধিনায়ক ২৮ এপ্রিল সুপার লিগ শেষ করে বাংলাদেশে থেকে যেতে পারেন। এমনটাই নিশ্চিত করেছে দলীয় সূত্র। কারণ এক সপ্তাহর ব্যবধানেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

এবারের ডিপিএলে খেলেছেন শ্রীলঙ্কার আরও কয়েকজন ক্রিকেটার। মোহামেডানের হয়ে কুশল মেন্ডিস, খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে উপুল থারাঙ্গা ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে চতুরাঙ্গা ডি সিলভা অংশ নিয়েছিলেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুস্তাফিজের খরুচে হবার দিনে কার্তিক জাদুতে ব্যাঙ্গালোরের জয়

Read Next

বাংলাদেশ সফরের আগে কোচিং স্টাফ বাড়াচ্ছে শ্রীলঙ্কা

Total
0
Share