

১৮ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ। সুপার লিগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো সরাসরি টিভিতে সম্প্রচার হবে।
আজ (১৬ এপ্রিল) বিসিবিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। সংবাদ মাধ্যমে তিনি জানান দুইটি চ্যানেল সম্প্রচার করবে দেশের ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটি।
তিনি বলেন,
‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে।’
গাজী টিভি ও টি-স্পোর্টসে খেলা সম্প্রচার নিয়ে তিনি যোগ করেন,
‘মিরপুরে খেলাগুলো টিভিতে টেলিকাস্ট হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে। প্রোডাকশন হচ্ছে একটি জয়েন্ট প্রোডাকশন। গাজী গ্রুপ ডি স্পোর্টস- এই দুইটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’
এদিকে সুপার লিগের সূচি ইতোমধ্যে প্রকাশ করেছে বিসিবি। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের পাশাপাশি ৬ দলের সুপার লিগ অনুষ্ঠিত হবে মিরপুরে। প্রতিটি ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে।
এ প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যান বলেন,
‘১৮, ২১ ও ২৪ তারিখ সুপার লিগ ও রেলিগেশন ম্যাচ, এরপর যথাক্রমে সুপার লিগ চলবে ২৬ ও ২৮ তারিখ দুই রাউন্ড দিয়ে সুপার লিগ শেষ হবে। সুপার লিগে রিজার্ভ ডে থাকছে। যদি কোনো কারণে খেলা ক্ষতিগ্রস্থ হয় তবে পরেরদিন রিজার্ভ ডেতে খেলা চলবে।’