

চলছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২১-২২ এর খেলা। ১১ দলের টুর্নামেন্টে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। শীর্ষ ৬ দল (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লেজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স) খেলবে সুপার লিগে। এর আগে বল হাতে দাপট দেখিয়েছেন পারভেজ রাসুল, রাকিবুল হাসান, চিরাগ জানিরা।
টেবিল টপার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল ১০ ম্যাচে ২০ উইকেট নিয়ে আছেন সবার উপরে। ইনিংসে ১ বার করে পেয়েছেন ৪ ও ৫ উইকেট। রান খরচে পারভেজ রাসুল ছিলেন কৃপণ, ওভারপ্রতি রান দিয়েছেন ২.৮৫।
আরও পড়ুন- ডিপিএলঃ লিগ পর্ব শেষে ব্যাট হাতে শীর্ষে যারা
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রাকিবুল হাসান ১৯ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। ওভারপ্রতি ৪.৪২ রান দেওয়া রাকিবুল ইনিংসে ৩ বার নিয়েছেন ৪ উইকেট।
ব্যাট হাতে ৪৩৫ রান করা লেজেন্ডস অব রুপগঞ্জের ভারতীয় রিক্রুট চিরাগ জানি বল হাতে উইকেট নিয়েছেন ১৮ টি। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ২ বার।
১৭ টি করে উইকেট নিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাজমুল ইসলাম অপু, গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাজী অনিক ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মাসুম খান টুটুল। আবাহনী লিমিটেডের তানজিম হাসান সাকিব নিয়েছেন ১৬ উইকেট।
সমান ১৫ টি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক জুনিয়র, আব্দুল হালিম, সানজামুল ইসলাম, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
ডিপিএলের লিগ পর্ব শেষে শীর্ষ উইকেট শিকারী-
১. পারভেজ রাসুল (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)- ২০
২. রাকিবুল হাসান (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)- ১৯
৩. চিরাগ জানি (লেজেন্ডস অব রুপগঞ্জ)- ১৮
৪. নাজমুল ইসলাম অপু (মোহামেডান স্পোর্টিং ক্লাব)- ১৭
৫. কাজী অনিক (গাজী গ্রুপ ক্রিকেটার্স)- ১৭
৬. মাসুম খান টুটুল (খেলাঘর সমাজ কল্যাণ সমিতি)- ১৭
৭. তানজিম হাসান সাকিব (আবাহনী লিমিটেড)- ১৬
৮. মৃত্যুঞ্জয় চৌধুরী (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)- ১৫
৯. এনামুল হক জুনিয়র (রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)- ১৫
১০. আব্দুল হালিম (সিটি ক্লাব)- ১৫।