পিএসএলের অনূর্ধ্ব-১৯ সংস্করণ, পাকিস্তান জুনিয়র লিগ

মুলতানকে হারিয়ে পিএসএলের নয়া চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বছরের অক্টোবরে পিএসএলের অনূর্ধ্ব-১৯ সংস্করণ চালু করার পরিকল্পনা করেছে। যার নাম হবে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)।

সম্প্রতি পিসিবি পিএসএল-এর মতো পাকিস্তান জুনিয়র লিগের বিস্তারিত ঘোষণা করেছে। চলতি বছরের অক্টোবরে এই লিগ অনুষ্ঠিত হওয়ার কথা।

পিজেএল এর বিডিংয়ের জন্য স্পনসরদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। গত বৃহস্পতিবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে, নতুন এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য স্পনসরদের আকর্ষণ করতে পিজেএলের সফট লঞ্চের ঘোষণা দেওয়া হয়।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বেশ উচ্ছ্বসিত এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রসঙ্গে,

‘আমি রোমাঞ্চিত এবং উত্তেজিত যে কয়েকদিনের কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার পরে, আমরা আজ পাকিস্তান জুনিয়র লিগের জন্য নথি প্রকাশ করেছি, এটি বিশ্বের প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক লিগ। যার প্রথম সংস্করণ আমরা এই বছরের অক্টোবরে আয়োজন করার পরিকল্পনা করছি।’

‘একটি ড্রাফট সিস্টেমের মাধ্যমে খেলোয়াড়দের নির্বাচন করা হবে। পিজেএল-এর মাধ্যমে তারুণ ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করা হবে, প্রতিভা চিহ্নিত করা, তাঁদের বিশ্ব-মানের খেলোয়াড় হিসাবে লালন করা এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান বন্ধ করা।’

৯৭ ডেস্ক

Read Previous

ভেট্টোরিতেই আস্থা বার্মিংহামের, দেওয়া হল পূর্ণকালীন দায়িত্ব

Read Next

ডিপিএলঃ লিগ পর্ব শেষে ব্যাট হাতে শীর্ষে যারা

Total
0
Share