বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রিলিমিনারি টেস্ট স্কোয়াড

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রিলিমিনারি টেস্ট স্কোয়াড
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান নির্বাচকরা।

স্কোয়াডে জায়গা হয়নি ওপেনিং ব্যাটার লাহিরু থিরিমান্নের। হাটুতে অস্ত্রোপচার হয়েছে চারিথ আসালাঙ্কার, স্কোয়াডে নেই তিনিও। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে ছিলেন তিনি।

মিডল অর্ডার ব্যাটার রোশেন সিলভা আছেন ফর্মের তুঙ্গে। সম্প্রতি ৪ ম্যাচে ১০১.৩৩ গড়ে ৩০৪ রান করা রোশেন নির্বাচকদের নজর কাড়তে সমর্থ হয়েছেন। ন্যাশনাল সুপার লিগে ১২ উইকেট নিয়ে ফিরেছেন সিমার কাসুন রাজিথাও।

ভারতের বিপক্ষে সিরিজে না থাকলেও ন্যাশনাল সুপার লিগের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন ওশাদা ফার্নান্দো। ৬ ম্যাচে ৮০.১১ গড়ে ৭২১ রান এসেছে ওশাদার ব্যাটে।

২২ বছর বয়সী অফ স্পিনার লাকসিথা মানসিংহে ২৩ সদস্যের স্কোয়াডে চমক।

শ্রীলঙ্কার প্রিলিমিনারি টেস্ট স্কোয়াড-

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশ্র, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, প্রবীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফ্রি ভ্যান্ডারসে, লাকসিথা মানসিংহে ও সুমিন্দা লাকশান।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি-

শ্রীলঙ্কা দলের বাংলাদেশ পৌছানো- ৮ মে, ২০২২

২ দিনের প্রস্তুতি ম্যাচ- ১১-১২ মে, ২০২২, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

১ম টেস্ট- ১৫-১৯ মে, ২০২২, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট- ২৩-২৭ মে, ২০২২, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

৯৭ ডেস্ক

Read Previous

ইমরুলের নেতৃত্বগুণে টেবিল টপার শেখ জামাল

Read Next

অগ্নিমূর্তি ধারণ করে কোলকাতাকে হারালেন কোলকাতার প্রাক্তন!

Total
0
Share