ব্রাদার্সের কাছে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল খেলাঘর

ব্রাদার্সের কাছে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল খেলাঘর
Vinkmag ad

চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ১১ দলের টুর্নামেন্টে মাত্র ১ জয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ করল দলটি। নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ১৩ রানে হেরেছে তারা।

ব্রাদার্স ইউনিয়নেরও অবশ্য খুশি হবার কারণ নেই। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে তারা।

টসে জিতে আগে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাট করতে পাঠায় খেলাঘর। ১০৬ রানে ব্রাদার্সের ৪ উইকেট ফেলে দিয়ে ভালো অবস্থানেও চলে গিয়েছিল তারা।

তবে তখন থেকে ব্যাট হাতে জ্বলে ওঠেন আমিনুল ইসলাম বিপ্লব ও ধীমান ঘোষ। ৭৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৮৮ রান করে আউট হন বিপ্লব। ৭৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন ধীমান। ব্রাদার্স থামে ৫ উইকেটে ৩০৬ রান করে।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি খেলাঘরেরও। ১৩৯ এই নেই ৫ উইকেট। সেখান থেকে প্রীতম কুমারের ৭২, মোহাম্মদ ইলিয়াসের ৬২ তে ম্যাচে টিকে থাকে তারা। যদিও শেষমেশ তা যথেষ্ট হয়নি। ৪৯.২ ওভারে ২৯৩ রান করে গুটিয়ে যায় তারা।

ব্রাদার্সের পক্ষে ৪ উইকেট নেন সাকলাইন সজীব। ব্যাট হাতে ৮৮ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আমিনুল ইসলাম বিপ্লব।

ডিপিএলের পয়েন্ট টেবিল-

১. শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ৯ জয়, ১ পরাজয়- ১৮ পয়েন্ট
২. আবাহনী লিমিটেড- ৭ জয়, ৩ পরাজয়- ১৪ পয়েন্ট
৩. লেজেন্ডস অব রুপগঞ্জ- ৭ জয়, ৩ পরাজয়- ১৪ পয়েন্ট
৪. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৬ জয়, ৪ পরাজয়- ১২ পয়েন্ট
৫. রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট
৬. গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট

৭. মোহামেডান স্পোর্টিং ক্লাব- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট
৮. শাইনপুকুর ক্রিকেট ক্লাব- ৪ জয়, ৬ পরাজয়- ৮ পয়েন্ট
৯. ব্রাদার্স ইউনিয়ন- ৩ জয়, ৭ পরাজয়- ৬ পয়েন্ট
১০. সিটি ক্লাব- ৩ জয়, ৭ পরাজয়- ৬ পয়েন্ট
১১. খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- ১ জয়, ৯ পরাজয়- ২ পয়েন্ট।

৯৭ প্রতিবেদক

Read Previous

শেষ ম্যাচ জিতেও মোহামেডানের আক্ষেপ

Read Next

ইমরুলের নেতৃত্বগুণে টেবিল টপার শেখ জামাল

Total
0
Share