শেষ ম্যাচ জিতেও মোহামেডানের আক্ষেপ

শেষ ম্যাচ জিতেও মোহামেডানের আক্ষেপ
Vinkmag ad

তারকা ভরা দলই গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা লিগে শিরোপা জয়ের নেশায় বুঁদ ছিল মোহামেডান সমর্থকরা। তবে শিরোপা জয় তো দূরে থাক, সুপার লিগেই ওঠা হলনা ঐতিহ্যবাহী এই দলটির। লিগে শেষ রাউন্ডের ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জয় পেলেও শেষরক্ষা হয়নি তাদের।

পরাজয় দিয়ে এবারের ডিপিএল আসর শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরে টানা ৩ ম্যাচে জয় পায় তারা। তবে আবার খেই হারানো দলটি হারে টানা ৪ ম্যাচ। শেষ দুই ম্যাচে অবশ্য জিতেছে তারা।

১০ ম্যাচে ৫ টি করে জয় ও পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকা ও মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় সুপার লিগে গেছে দল দুইটি।

ডিপিএলের পয়েন্ট টেবিল-

১. শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ৯ জয়, ১ পরাজয়- ১৮ পয়েন্ট
২. আবাহনী লিমিটেড- ৭ জয়, ৩ পরাজয়- ১৪ পয়েন্ট
৩. লেজেন্ডস অব রুপগঞ্জ- ৭ জয়, ৩ পরাজয়- ১৪ পয়েন্ট
৪. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৬ জয়, ৪ পরাজয়- ১২ পয়েন্ট
৫. রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট
৬. গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট

৭. মোহামেডান স্পোর্টিং ক্লাব- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট
৮. শাইনপুকুর ক্রিকেট ক্লাব- ৪ জয়, ৬ পরাজয়- ৮ পয়েন্ট
৯. ব্রাদার্স ইউনিয়ন- ৩ জয়, ৭ পরাজয়- ৬ পয়েন্ট
১০. সিটি ক্লাব- ৩ জয়, ৭ পরাজয়- ৬ পয়েন্ট
১১. খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- ১ জয়, ৯ পরাজয়- ২ পয়েন্ট।

আজ বিকেএসপির ৩ নম্বর গ্রাউণ্ডে আগে ব্যাট করে ৩০৭ রান করে অলআউট হয় মোহামেডান। দলের পক্ষে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান রিক্রুট কুশল মেন্ডিস। ৯১ বলে ১০১ রান করেন তিনি।

এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৮ বলে ৭৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪৭ বলে ৭০ রান করেন। লেজেন্ডস অব রুপগঞ্জের পক্ষে ৪ উইকেট নেন মেহেদী হাসান রানা।

জবাব দিতে নেমে নাজমুল ইসলাম অপুর স্পিন বিষে নীল হয়ে ২২৭ রানেই অলআউট হয় লেজেন্ডস অব রুপগঞ্জ। ১০ ওভারে ৩৫ রান খরচে ৫ উইকেট নেন অপু। রুপগঞ্জের পক্ষে ৮০ রান করেন নাইম ইসলাম।

দলের ৮০ রানের জয়ে দাপুটে সেঞ্চুরি করা কুশল মেন্ডিস হন ম্যাচসেরা।

৯৭ প্রতিবেদক

Read Previous

আগামী ১২ মাসে পাকিস্তানের ব্যস্ত ক্রিকেট সূচি

Read Next

ব্রাদার্সের কাছে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল খেলাঘর

Total
0
Share