

ব্যাট হাতে নিজে আছেন ফর্মের তুঙ্গে, একটার পর একটা সেঞ্চুরি করছেন। তবে দলের নেই সাফল্য, হেরেই চলেছে দল। এমতাবস্থায় অধিনায়কের চেয়ার আঁকড়ে ধরে থাকলেন না জো রুট। আজ (১৫ এপ্রিল) ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রুট।
ইংল্যান্ড পুরুষ দলের টেস্ট অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ জয়ের রেকর্ড জো রুটের। তার অধীনে ২৭ টেস্ট জিতেছে ইংল্যান্ড। রুটের পরে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি জয় মাইকেল ভনের (২৬)। স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রস জিতেছেন ২৪ টি করে।
২০১৭ সালে অ্যালিস্টার কুকের উত্তরসূরি হয়ে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নিয়েছিলেন রুট। তার আমলে ইংল্যান্ড বেশ কিছু সিরিজ জিতেছে। ২০১৮ সালে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ৪-১ এ সিরিজ জয়, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ এ জয়। ২০১৮ সালে রুট প্রথম ইংলিশ অধিনায়ক হিসাবে (২০০১ এর পর) শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতেছিলেন। ২০২১ এও শ্রীলঙ্কায় যেয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিলেন রুট।
Thank You, @root66 ❤️
— England Cricket (@englandcricket) April 15, 2022
অ্যালিস্টার কুকের পর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিক জো রুট। অধিনায়ক হিসাবে ১৪ টি সেঞ্চুরি করেছেন তিনি। ইংলিশ অধিনায়ক হিসাবে সর্বোচ্চ টেস্ট রান (৫২৯৫) রুটের। সবমিলে টেস্ট অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের হিসাবে রুট ৫ম। তার আগে আছেন গ্রায়েম স্মিথ, অ্যালান বোর্ডার, রিকি পন্টিং ও ভিরাট কোহলি।
View this post on Instagram
একনজরে টেস্ট অধিনায়ক হিসাবে জো রুটের পরিসংখ্যান-
ম্যাচ- ৬৪
জয়- ২৭
হার- ২৬
ড্র- ১১
জয়ের শতাংশ- ৪২.১৮%