রিজওয়ান-পুজারার আলো নিজের দিকে টেনে নিলেন শান মাসুদ

রিজওয়ান-পুজারার আলো নিজের দিকে টেনে নিলেন শান মাসুদ
Vinkmag ad

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে চলছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু এর খেলা। যেখানে সাসেক্স ও ডার্বিশায়ারের মধ্যকার ম্যাচে আলোচনার বিষয়বস্তু ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ভারতের চেতেশ্বর পুজারার একসঙ্গে খেলা। তবে ১ম দিন শেষে আলো নিজের দিকে টেনে এনেছেন শান মাসুদ।

সাসেক্সের বিপক্ষে প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই পাকিস্তানি ওপেনার। ২৭১ বলে ২২ চারে ২০১ রান করে অপরাজিত আছেন তিনি।

ওপেনার বিলি গোডলিম্যানের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ার পর ব্রুক গেস্টের সঙ্গে ৩৬ রানের জুটি। দুই জুটিতে শান মাসুদের সঙ্গীর অবদান যথাক্রমে ১২ ও ১২।

৯১ রানে ২ উইকেট হারানোর পর আর কোন উইকেট হারায়নি ডার্বিশায়ার। ৯৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২৭ রান জমা করেছে স্কোরবোর্ডে।

শান মাসুদকে যোগ্য সঙ্গ দিয়ে অপরাজিত আছেন ওয়েইন ম্যাডসেন। ৮৮ রান করে সেঞ্চুরির পথে আছেন তিনি।

ভূমিকা ব্যাটার হওয়ায় সাসেক্সের দুই আলোচিত ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও চেতেশ্বর পুজারার প্রথম দিনে নিজেদের কার্যকরিতা প্রমাণের সুযোগ মেলেনি। তবে উইকেটের পিছনে থেকে দুইটি ক্যাচ নিয়েছেন রিজওয়ান।

বলাই চলে রিজওয়ান-পুজারার আলো নিজের দিকে টেনে নিয়েছেন শান মাসুদ।

৯৭ ডেস্ক

Read Previous

পান্ডিয়ার অধিনায়কোচিত ইনিংসে গুজরাটের জয়

Read Next

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন জো রুট

Total
0
Share