

আইসিসি রিভিউয়ে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন জানিয়েছেন তার পছন্দের সেরা ৫ টেস্ট ব্যাটারের ক্রমানুযায়ী নাম।
ভারতের ভিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ- এই চার ব্যাটারকে নিয়ে ফ্যাব ফোর ট্যাগ অনেক আগে থেকেই। তবে সাম্প্রতিক সময়ে এই চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে নিজেদের নাম এই তালিকায় যুক্ত করেছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেইন, পাকিস্তানের বাবর আজমরা।
এই মুহূর্তে মারনাস লাবুশেইন টেস্টের এক নম্বর ব্যাটার। ২৬ টেস্ট খেলে ৫৪.৩১ গড়ে রান তোলা লাবুশেইন অনায়াসেই সেরাদের তালিকায় ঢুকে পড়তে পারেন, তবে অন্তত ৪০ টেস্ট খেলা ক্রিকেটারদের বিবেচনা করা হয়েছে বলে সেখানে জায়গা হয়নি তার।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল বাবর আজমের। শেন ওয়াটসন বাবর আজমে মুগ্ধ হলেও বলছেন বাবরকে এখনও অনেক কিছু করতে হবে।
ভারতের ভিরাট কোহলিকে প্রথম পছন্দ হিসাবে বেছে নিয়েছেন ওয়াটসন। দুই নম্বরে রেখেছেন বাবর আজমকে। তিন, চার ও পাচ নম্বরে আছেন যথাক্রমে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট।
টেস্ট ক্যারিয়ার পরিসংখ্যান-
ভিরাট কোহলি- ১০১ ম্যাচ (১৭১ ইনিংস), ৪৯.৯৫ গড়ে ৮০৪৩ রান, ২৭ সেঞ্চুরি, ২৮ ফিফটি
বাবর আজম- ৪০ ম্যাচ (৭১ ইনিংস)- ৪৫.৯৮ গড়ে ২৮৫১ রান, ৬ সেঞ্চুরি, ২১ ফিফটি
স্টিভ স্মিথ- ৮৫ ম্যাচ (১৫১ ইনিংস)- ৫৯.৭৭ গড়ে ৮০১০ রান, ২৭ সেঞ্চুরি, ৩৬ ফিফটি
কেন উইলিয়ামসন- ৮৬ ম্যাচ (১৫০ ইনিংস)- ৫৩.৫৭ গড়ে ৭২৭২ রান, ২৪ সেঞ্চুরি, ৩৩ ফিফটি
জো রুট- ১১৭ ম্যাচ (২১৬ ইনিংস)- ৪৯.১৯ গড়ে ৯৮৮৯ রান, ২৫ সেঞ্চুরি, ৫৩ ফিফটি।
ভিরাট কোহলিকে টেস্টের শীর্ষ ব্যাটার বলে মনে করেন শেন ওয়াটসন, তাকে সুপারহিউম্যান বলেও আখ্যা দিয়েছেন তিনি।
বাবর আহম এই মুহূর্তে দুর্দান্ত খেলছে বলে তাকে ২ নম্বরে রেখেছেন ওয়াটসন। শেষ ১০ টেস্টে ৪৮.০৬ গড়ে ৭৬৯ রান করেছেন বাবর।
সাম্প্রতিক সময়ে ফর্মের বিচারে উপরের দিকে নেই স্টিভ স্মিথ, চাপে আছেন বলে তাকে তিন নম্বরে রেখেছেন ওয়াটসন। ইনজুরি ইস্যুতে বেশ কিছু ম্যাচ মিস করা কেন উইলিয়ামসনকে চারেই রাখছেন ওয়াটসন।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু সেঞ্চুরির দেখা পেলেও জো রুটকে ৫ নম্বরেই রেখেছেন ওয়াটসন।