বাবর আজমকে স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে বললেন মইন খান

ম্যাচ হেরে বাবর আজমের ১৫-২০ রানের আক্ষেপ
Vinkmag ad

জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষতা অবলম্বন করা উচিত বলে বাবর আজমকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মইন খান। একইসাথে স্বজনপ্রীতি থেকে দূরে থাকার উপদেশও দেন তিনি।

একটি স্থানীয় নিউজ চ্যানেলকে ৫০ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার বলেন, ‘নেতৃত্বে অবশ্যই নির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়। আমি বাবরকে পরামর্শ দিবো সে যেন দল নির্বাচনে স্বচ্ছতা আনয়ন করে এবং নিজের পছন্দনীয় অবস্থান থেকে বিরত থাকে।’

‘নির্বাচনের ক্ষেত্রে কোন ধরণের আপস করা তার উচিত হবে না। তার সিদ্ধান্ত নিয়ে নির্বাচকদের সাথে আলোচনা করতে পারে।’

বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সকল ধরণের গুণাবলি বাবরের রয়েছে বলে তার ভূয়সী প্রশংসাও করেন মইন।

‘যদি বাবর তার ভালো ফর্ম বজায় রাখতে পারে, তাহলে সে বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত হবে। পাকিস্তানের হয়ে সকল রেকর্ড অর্জনের উপযোগিতা তার মধ্যে বিদ্যমান রয়েছে।’

মোহাম্মদ রিজওয়ান গত বছর থেকে দুর্দান্ত ফর্মে আছে বলে মন্তব্য করেন মইন।

‘মোহাম্মদ রিজওয়ান দারুণ ফর্মে আছে এখন। তবে সে ছাড়াও সরফরাজ আহমেদ পাকিস্তানের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান।’

৯৭ ডেস্ক

Read Previous

এবার পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কার মেয়েরা

Read Next

পাকিস্তান ক্রিকেটে যে অভাব দেখছেন হেইসম্যান

Total
0
Share