এবার পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কার মেয়েরা

এবার পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কার মেয়েরা
Vinkmag ad

শ্রীলঙ্কা নারী দল আগামী মে ও জুনে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করবে। করাচির সাউথেন্ড ক্লাবে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

পাকিস্তান এবং শ্রীলঙ্কা উভয়ই ১৯ মে করাচিতে পৌঁছাবে। ২৪, ২৬ এবং ২৮ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে সেখানে তিন দিনের অনুশীলন করবে সফরকারী দল।

পাকিস্তান জাতীয় নারী দল তাঁদের আইসিসি ওয়ানডে নারী চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ১ জুন। করাচির সাউথেন্ড ক্লাবে শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৩ ও ৫ জুন।

২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার পর এটি হবে এই ভেন্যুতে পাকিস্তান নারী দলের প্রথম সিরিজ। কোভিড-১৯ পরবর্তী সময়ে পাকিস্তানে নারী দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ এটি।

সিরিজের আগে, পাকিস্তান নারী দল ১১ দিনের একটি ক্যাম্প করবে যাতে ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন একাডেমি ওভাল মাঠে।

৯৭ ডেস্ক

Read Previous

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা দশে শাহীন শাহ আফ্রিদি

Read Next

বাবর আজমকে স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে বললেন মইন খান

Total
0
Share