

শ্রীলঙ্কা নারী দল আগামী মে ও জুনে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করবে। করাচির সাউথেন্ড ক্লাবে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
পাকিস্তান এবং শ্রীলঙ্কা উভয়ই ১৯ মে করাচিতে পৌঁছাবে। ২৪, ২৬ এবং ২৮ মে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে সেখানে তিন দিনের অনুশীলন করবে সফরকারী দল।
Details of Pakistan v Sri Lanka women's series announced
More details: https://t.co/BcrWVIKqQn#PAKWvSLW | #BackOurGirls pic.twitter.com/rKXr29wG33
— PCB Media (@TheRealPCBMedia) April 14, 2022
পাকিস্তান জাতীয় নারী দল তাঁদের আইসিসি ওয়ানডে নারী চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ১ জুন। করাচির সাউথেন্ড ক্লাবে শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৩ ও ৫ জুন।
২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার পর এটি হবে এই ভেন্যুতে পাকিস্তান নারী দলের প্রথম সিরিজ। কোভিড-১৯ পরবর্তী সময়ে পাকিস্তানে নারী দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ এটি।
সিরিজের আগে, পাকিস্তান নারী দল ১১ দিনের একটি ক্যাম্প করবে যাতে ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন একাডেমি ওভাল মাঠে।