টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা দশে শাহীন শাহ আফ্রিদি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা দশে শাহীন শাহ আফ্রিদি
Vinkmag ad

প্রতি সপ্তাহের বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিং হালনাগাদ করে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল), যেখানে আমলে আসে পূর্ববর্তী সপ্তাহের পারফরম্যান্স। গেলসপ্তাহের পারফরম্যান্সে বদল এসেছে সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ২১ রান খরচে ২ উইকেট নেওয়া শাহীন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়েছেন। এই মুহূর্তে বোলারদের তালিকায় ১০ নম্বরে আছে তার নাম।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শীর্ষস্থান ধরে রাখলেও এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে চলে গেছেন পাকিস্তানের সহ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ২ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেননি। ৩ নম্বরে নেমে গেছেন তিনি, বোলারদের তালিকায় ২ নম্বরে উঠেছেন আদিল রশিদ।

পাপুয়া নিউ গিনি, মালয়েশিয়া ও নেপালের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে পারফর্ম করা দীপেন্দ্র সিং আইরি এগিয়েছেন সব ডিপার্টমেন্টেই। সিরিজসেরা হওয়া আইরি ব্যাটারদের তালিকায় ১৩ ধাও এগিয়ে ৩৮, বোলারদের তালিকায় ৪৭ ধাপ এগিয়ে ১৩৫ এ উঠে এসেছেন। অলরাউন্ডারের তালিকায় আছেন ১০ নম্বরে।

নামিবিয়ার জেজে স্মিট অলরাউন্ডারের তালিকায় শীর্ষ ৫ এ জায়গা করে নিয়েছেন। উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রান করার পর বল হাতে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নেন তিনি।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টি-টোয়েন্টি)-

১. বাবর আজম (পাকিস্তান)- ৮১৮
২. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৬
৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৯৪
৪. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭২৮
৫. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭০৩

৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৬৯২
৭. র‍্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৬৯
৮. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৫৮
৯. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)- ৬৫৪
১০. লোকেশ রাহুল (ভারত)- ৬৪৬

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টি-টোয়েন্টি)-

১.তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৪
২. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭৪৬
৩. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৩৭
৪. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৭১৯
৫. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৪

৬. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৮৭
৭. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৫
৮. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৫৪
৯. নাসুম আহমেদ (বাংলাদেশ)- ৬৩৭
১০. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৩৪

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টি-টোয়েন্টি)-

১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৭৬
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৩২
৩. মইন আলি (ইংল্যান্ড)- ২০৫
৪. জে জে স্মিট (নামিবিয়া)- ১৭৭
৫. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)- ১৭১।

৯৭ ডেস্ক

Read Previous

হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে মুম্বাই, ৫ এ ৫

Read Next

এবার পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কার মেয়েরা

Total
0
Share