

প্রতি সপ্তাহের বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাংকিং হালনাগাদ করে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল), যেখানে আমলে আসে পূর্ববর্তী সপ্তাহের পারফরম্যান্স। গেলসপ্তাহের পারফরম্যান্সে বদল এসেছে সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ২১ রান খরচে ২ উইকেট নেওয়া শাহীন শাহ আফ্রিদি ৪ ধাপ এগিয়েছেন। এই মুহূর্তে বোলারদের তালিকায় ১০ নম্বরে আছে তার নাম।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শীর্ষস্থান ধরে রাখলেও এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে চলে গেছেন পাকিস্তানের সহ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ২ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেননি। ৩ নম্বরে নেমে গেছেন তিনি, বোলারদের তালিকায় ২ নম্বরে উঠেছেন আদিল রশিদ।
পাপুয়া নিউ গিনি, মালয়েশিয়া ও নেপালের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে পারফর্ম করা দীপেন্দ্র সিং আইরি এগিয়েছেন সব ডিপার্টমেন্টেই। সিরিজসেরা হওয়া আইরি ব্যাটারদের তালিকায় ১৩ ধাও এগিয়ে ৩৮, বোলারদের তালিকায় ৪৭ ধাপ এগিয়ে ১৩৫ এ উঠে এসেছেন। অলরাউন্ডারের তালিকায় আছেন ১০ নম্বরে।
নামিবিয়ার জেজে স্মিট অলরাউন্ডারের তালিকায় শীর্ষ ৫ এ জায়গা করে নিয়েছেন। উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রান করার পর বল হাতে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নেন তিনি।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টি-টোয়েন্টি)-
১. বাবর আজম (পাকিস্তান)- ৮১৮
২. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৬
৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৯৪
৪. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭২৮
৫. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭০৩
৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৬৯২
৭. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৬৯
৮. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৫৮
৯. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)- ৬৫৪
১০. লোকেশ রাহুল (ভারত)- ৬৪৬
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টি-টোয়েন্টি)-
১.তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৪
২. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭৪৬
৩. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৩৭
৪. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৭১৯
৫. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৪
৬. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৮৭
৭. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৫
৮. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৫৪
৯. নাসুম আহমেদ (বাংলাদেশ)- ৬৩৭
১০. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৩৪
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টি-টোয়েন্টি)-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৭৬
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৩২
৩. মইন আলি (ইংল্যান্ড)- ২০৫
৪. জে জে স্মিট (নামিবিয়া)- ১৭৭
৫. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)- ১৭১।