

প্রতি সপ্তাহের বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাংকিং হালনাগাদ করে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল), যেখানে আমলে আসে পূর্ববর্তী সপ্তাহের পারফরম্যান্স। গেলসপ্তাহের পারফরম্যান্সে বদল এসেছে সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ২য় টেস্টের পারফরম্যান্স বিবেচিত হয়েছে। যেখানে নজরকাড়া পারফরম্যান্স করে র্যাংকিংয়ে উপরে উঠেছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। বোলারদের র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন তিনি।
পোর্ট এলিজাবেথে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন মহারাজ। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তাই ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি।
কেশব মহারাজের সতীর্থ, দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সিমন হারমার এগিয়েছেন ২৬ ধাপ। বোলারদের র্যাংকিংয়ে ৫৪ নম্বরে আছেন তিনি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নেন তিনি, সর্বোচ্চ ১৬ উইকেট মহারাজের।
পোর্ট এলিজাবেথে দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসাবে টেস্টে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ৫ উইকেট নেবার কীর্তি গড়েন তিনি। প্রথম ইনিংসে ১৩৫ রান খরচে ৬ উইকেট নেন তিনি, ২য় ইনিংসে নেন আরও ৩ উইকেট।
ম্যাচে ৯ উইকেট নেওয়া তাইজুল ইসলাম এগিয়েছেন ২ ধাপ। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে থাকা তাইজুল ইসলামই বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। এই সিরিজে না খেলা সাকিব আল হাসান নেমে গেছেন ৩০ নম্বরে।
অবনতি হয়েছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। ২ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে আছেন তিনি। পেসারদের মধ্যে ৬ ধাপ পিছিয়ে ৮৫ নম্বরে আছেন এবাদত হোসেন, দ্বিতীয় টেস্ট না খেলা তাসকিন আহমেদ ১ ধাপ পিছিয়ে আছেন ৯২ নম্বরে। শীর্ষ ১০০ তে ঢুকেছেন খালেদ আহমেদ। ১৩২ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৯৯ নম্বরে।
ব্যাটারদের মধ্যে বাংলাদেশি হিসাবে শীর্ষে লিটন দাস। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নামা লিটন দাসের রেটিং পয়েন্ট ৬৪৪। ১ ধাপ পেছানো মুশফিকুর রহিম আছেন ২৯ নম্বরে। তামিম ইকবালও পিছিয়েছেন ২ ধাপ, তার অবস্থান ৩৫ নম্বরে। ১ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে সাকিব আল হাসান।
বাংলাদেশ টেস্ট অধিনায়ক কাটিয়েছেন ভুলে যাবার মত এক সিরিজ। ৬ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে নেমে গেছেন মুমিনুল হক। ১ ধাপ এগিয়েছেন অবশ্য নাজমুল হোসেন শান্ত, আছেন ৮৩ নম্বরে। ২৬ ধাপ পিছিয়ে ৯২ নম্বরে নেমে গেছেন মাহমুদুল হাসান জয়।
অলরাউন্ডারদের মধ্যে আগের অবস্থান ৪ নম্বরেই আছেন সাকিব আল হাসান। ২ ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টেস্ট)-
১. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৯২
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৪৫
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৪৪
৪. জো রুট (ইংল্যান্ড)- ৮৪৩
৫. বাবর আজম (পাকিস্তান)- ৮১৫
৬. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ৭৮১
৭. উসমান খাজা (অস্ট্রেলিয়া)- ৭৫৭
৮. রোহিত শর্মা (ভারত)- ৭৫৪
৯. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৭৪৪
১০. ভিরাট কোহলি (ভারত)- ৭৪২
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টেস্ট)-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০১
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৫০
৩. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৮৩০
৪. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৮২৭
৫. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৮২০
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮১৮
৭. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৭৯০
৮. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৭৭৭
৯. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৬৫
১০. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৫২
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টেস্ট)-
১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৫
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৪১
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৩৬
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩১১
৫. বেন স্টোকস (ইংল্যান্ড)- ২৯৮।