

পিসিবির ওয়েবসাইট ও অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর শেহবাজ শরীফের ছবি শোভা পাচ্ছে পিসিবিতে। পাকিস্তানের প্রধানমন্ত্রীরা সবসময় বোর্ডের পৃষ্ঠপোষক-ইন-চিফ হন।
পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর, মিয়া মুহাম্মদ শেহবাজ শরীফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষক-ইন-চিফ হন।
পিসিবির ওয়েবসাইট ও অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী এবং পৃষ্ঠপোষক-ইন-চিফ মিয়া শেহবাজ শরীফের একটি ছবি জায়গা করে নিয়েছে সেখানে।
যখনই রমিজ রাজা মনে করবেন তার চেয়ারম্যান পদ আঁকড়ে… https://t.co/4qdhYpXBtl
— Cricket97 (@cricket97bd) April 12, 2022
পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরীফ। ৭৫ বছরের ইতিহাসে পাকিস্তানে কোনও প্রধানমন্ত্রী তাঁর সময়সীমা পূর্ণ করতে পারেননি। পাকিস্তানে এক অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হবার পর বিরোধীদলীয় জোটের নেতা শেহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী হয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে মোহাম্মদ আমির জানান… https://t.co/14tkt6t18r
— Cricket97 (@cricket97bd) April 12, 2022
এর আগে ২০১৮ সালে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।