

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার মোহাম্মদ আমির অবসর ভেঙে আবার ফিরছেন এমন গুঞ্জন ছড়িয়েছিল বেশ ভালোভাবেই। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা আমির এই গুঞ্জন ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে মোহাম্মদ আমির জানান এমন খবর সত্য নয়, তিনি এমন কিছু ভাবছেন না।
ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপে মোহাম্মদ আমির জানান এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তার কোন চিন্তা ই নেই।
২৯ বছর বয়সী আমির এই মুহূর্তে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। খেলার বাইরের সময় উপভোগ করছেন পরিবারের সঙ্গে।
পাকিস্তানে হয়েছে ক্ষমতার পালাবদল। ইমরান খান আস্থা ভোটে হেরে হারিয়েছেন প্রধানমন্ত্রীত্ব। এমতাবস্থায় নতুন সরকার দায়িত্ব নেবার পর বদল আসবে পিসিবির শীর্ষ নেতৃত্বে। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা পদত্যাগ করবেন বলেই পাকিস্তান গণমাধ্যমের খবর।
রমিজ রাজার সঙ্গে মোহাম্মদ আমিরের মতের অমিল সম্পর্কে প্রায় সবাই ই জানে। তাই রমিজ দায়িত্ব ছাড়লে আমির আবার ফিরবেন এমন ধারণা করেছিলেন অনেকেই। আমির অবশ্য তা হচ্ছে না জানিয়ে দিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে সবাইকে অবাক করে দিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আমির। কারণ হিসাবে জানিয়েছিলেন তখনকার কোচিং স্টাফের (প্রধান কোচ মিসবাহ উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস) অধীনে খেলার পরিবেশ নেই।