

পাকিস্তান পেসার হাসান আলি এই মুহূর্তে আছেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে। যেখানে ওভারসিজ ক্রিকেটার হিসাবে হাসান আলি কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করবেন।
২৭ বছর বয়সী হাসান আলি ২০২২ কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ৬ ম্যাচের জন্য অ্যাভেইলেবল আছেন। ডানহাতি পেসার তার ক্লাব সতীর্থ ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের কাছ থেকে শিখতে মুখিয়ে আছেন। কিংবদন্তি এই পেসারের কাছে অনেক প্রশ্ন নিয়ে হাজির হতে চান হাসান।
– I am super excited & looking forward to represent @lancscricket ????
Thankyou all for your love & support as always, this will be a good experience for me inshAllah… #CricketTwitter pic.twitter.com/7Xa4ucVCQx
— Hassan Ali ???????? (@RealHa55an) April 11, 2022
ক্লাবের প্রেস ডে তে হাসান আলি ইএসপিএনক্রিকইনফোকে বলেন অনেক উইকেট নিতে চান তিনি। ২০১৬ সালে এমিরেটসের ওল্ড ট্র্যাফোর্ডে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল হাসান আলির। সেই ভেন্যুতেইই আবার ফিরতে পেরে উচ্ছ্বসিত হাসান।
হাসান আলি ক্রিকইনফোকে বলেন, ‘আমি ল্যাঙ্কাশায়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই আমাকে সুযোগ করে দেবার জন্য। আমি খুবই উচ্ছ্বসিত ও মুখিয়ে আছি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার জন্য। বিশেষ করে জিমি ভাই (জিমি অ্যান্ডারসন)। আমি খুবই খুশি ও উচ্ছ্বসিত।’
‘আমি কখনো তার সঙ্গে কথা বলি নি। তবে এখন আমি তার কাছে অনেক প্রশ্ন নিয়ে হাজির হব। আমি তাকে বিরক্ত করব (হাসি)। আমরা জানি সে গ্রেট একজন বোলার, সে বল দুই দিক দিয়েই সুইং করাতে পারে। আমি তার কাছ থেকে বল দুই দিক থেকেই সুইং করা শিখব, বিশেষ করে ক্রস সিম বল- আমি এটা শিখতে চাই।’
এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পেশোয়ার জালমির হয়ে খেলেছেন হাসান আলি, সেখানে সতীর্থ হিসাবে পেয়েছেন সাকিব মাহমুদকে। সাকিব সম্পর্কেও নিজের ভাবনা জানিয়েছেন হাসান আলি।
তিনি বলেন, ‘সাকিব আমার সঙ্গে কথা বলেছে। সে আমাকে জানিয়েছে এখানে বল রিভার্স করে। পাকিস্তানি বোলার হিসাবে আমরা জানি বল কিভাবে রিভার্স করাতে হয়। শৈশব থেকেই আমরা রিভার্স সুইং ব্যবহার করি, কারণ পাকিস্তানে পেসারদের জন্য কন্ডিশন কঠিন। পাকিস্তানের মতো এখানেও ড্রাই উইকেট। এখানে ঠান্ডা আছে তবে উইকেট শুষ্ক বলে আমি আশাবাদী রিভার্স সুইং করার ব্যাপারে।’
???? @RealHa55an ????
???? #RedRoseTogether pic.twitter.com/9DI9vBnk6C
— Lancashire Cricket (@lancscricket) April 11, 2022