

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টেস্টে আইসিসির কোড অব কন্ডাক্ট (লেভেল ১) ভেঙে শাস্তি পেয়েছেন বাংলাদেশ পেসার খালেদ আহমেদ। ২য় টেস্টের ২য় দিনে আইসিসির নিয়ম ভাঙা খালেদকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
খালেদ আহমেদ আইসসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেছেন। যেখানে বলা আছে আন্তর্জাতিক কোন ম্যাচে অযাচিত বা ভয়ঙ্করভাবে কোন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা তৃতীয় কোন ব্যক্তির দিকে বল ছোড়া যাবে না।
ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্টও জুটেছে খালেদ আহমেদের ভাগ্যে। তার জন্য ২৪ মাস সময়ে এটিই প্রথম নিয়ম ভঙ্গের উদাহরণ।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসে। ২য় দিনে কাইল ভেরেনেকে উদ্দেশ্য করে বিপজ্জনকভাবে বল ছোড়েন খালেদ আহমেদ। যা ভেরেনের ডান গ্লাভসে যেয়ে লাগে।
অন ফিল্ড আম্পায়ার মারিয়াস এরাসমাস, আলাউদিন পালেকার, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার বোনগানি জেলে খালেদ আহমেদের ওপর অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
খালেদ আহমেদ আম্পায়ারদের আনা অভিযোগ ও ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মাথা পেতে নেন। যেকারণে আর আনুষ্ঠানিক কোন শুনানির দরকার পড়েনি।
উল্লেখ্য, লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানার সাথে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।