

গুজরাট টাইটান্স দলপতি হার্দিক পান্ডিয়া ভারতীয় হিসাবে সবচেয়ে দ্রুততম সময়ে আইপিএলে ছক্কা হাঁকানোর সেঞ্চুরি করেছেন।
হার্দিক পান্ডিয়া এই রেকর্ড গড়েন সোমবার ডক্টর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে।
এই ভারতীয় অলরাউন্ডার এই রেকর্ড গড়িওতে মোকাবেলা করেছেন ১০৪৬ বল। ভারতীয়দের মধ্যে দ্রুততম হার্দিক সবমিলে তৃতীয় দ্রুততম। প্রথম দুই অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল।
অধিনায়ক হার্দিকের রেকর্ড গড়া ম্যাচে অবশ্য জয় পায়নি গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
৪র্থ ম্যাচে এসে প্রথমবার হারল গুজরাট টাইটান্স https://t.co/6XZ7O62SJh
— Cricket97 (@cricket97bd) April 11, 2022
প্রসঙ্গত, আইপিএলে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকানো ২৭ তম ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সর্বোচ্চ ৩৫৭ ছক্কা হাঁকিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। দ্বিতীয় অবস্থানে থাকা এবি ডি ভিলিয়ার্সের ছক্কা ২৫১ টি। মুম্বাই ইন্ডিয়ান্স দলপতি রোহিত শর্মার ছক্কা ২৩১ টি। ২২২ টি ছক্কা নিয়ে চতুর্থ অবস্থানে আছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। পঞ্চম স্থানে থাকা কাইরন পোলার্ডের ছক্কা ২১৮ টি।
খুব পিছিয়ে নেই সাবেক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ভিরাট কোহলিও, তার ছক্কা ২১২ টি। এছাড়া ২০০ এর বেশি ছক্কা হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার ও সুরেশ রায়না। তাদের দুজনেরই ছক্কা ২০৩ টি করে।