

১ম পরাজয়ের স্বাদ পেল গুজরাট টাইন্টান্স। কেন উইলিয়ামসনের অধিনায়কোচিত ইনিংসের প্রভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তারা হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।
১৬৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের দুই ওপেনার কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা শুরুতে ৬৪ রানের জুটি গড়ে টানা ২য় জয়ের ইঙ্গিত দেন। ৪২ রান করে আউট হন অভিষেক।
এরপর রাহুল ত্রিপাঠীর সাথে ৪০ রানের জুটি হয় উইলিয়ামসনের। ত্রিপাঠী ১৭ রানে অপরাজিত থাকা অবস্থায় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে রিটায়ার্ড হার্ট হন। তার পরিবর্তে নিকোলাস পুরান নেমে মারমুখী ব্যাটিং প্রদর্শন করেন।
আস্থার সাথে খেলতে থাকা উইলিয়ামসন ৪৬ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৭ রান করে হার্দিক পান্ডিয়ার শিকারে পরিণত হন। বাকি কাজটুকু সারতে কোন বেগ পেতে হয়নি পুরান ও এইডেন মার্করামের। ৫ বল বাকি থাকতে জয় পেয়ে যায় হায়দ্রাবাদ। পুরান ১৮ বলে ৩৪ ও মার্করাম ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন।
গুজরাটের পক্ষে হার্দিক ও রাশিদ খান ১টি করে উইকেট পান।
ম্যাচ সেরা হন কেন উইলিয়ামসন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি গুজরাট। ৪২ বলে সর্বোচ্চ ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক। এছাড়া অভিনাভ মনোহরের ব্যাট থেকে আসে ৩৫ রান।
হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ও থাঙ্গারাসু নটরাজন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
গুজরাট টাইটান্সঃ ১৬২/৭ (২০), ওয়েড ১৯, শুবমান ৭, সুদর্শন ১১, হার্দিক ৫০*, মিলার ১২, মনোহর ৩৫, তেওয়াটিয়া ৬, রাশিদ ০; ভুবনেশ্বর ৪-০-৩৭-২, জেনসেন ৪-০-২৭-১, নটরাজন ৪-০-৩৪-২, উমরান ৪-০-৩৯-১
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৬৮/২ (১৯.১), অভিষেক ৪২, উইলিয়ামসন ৫৭, ত্রিপাঠী ১৭ (রিটায়ার্ড হার্ট), পুরান ৩৪*, মার্করাম ১২*; হার্দিক ৪-০-২৭-১, রাশিদ ৪-০-২৮-১
ফলাফলঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দ্রাবাদ)।