মার্চের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন বাবর আজম ও রেচেল হেইন্স

মার্চের 'প্লেয়ার অব দ্য মান্থ' হলেন বাবর আজম ও রেচেল হেইন্স
Vinkmag ad

মার্চ মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন পাকিস্তানের বাবর আজম (পুরুষ) ও অজি তারকা ব্যাটার রেচেল হেইন্স (নারী)। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করল আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর মার্চ মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের বারব আজম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট।

নারীদের বিভাগে মনোনয়ন পেলেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, অস্ট্রেলিয়ার রেচেল হেইন্স ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের বিচারে আইসিসি বেছে নেয় মার্চ মাসের সেরা ২ ক্রিকেটারকে। তিন ফরম্যাটই আসে বিবেচনায়।

পুরুষদের বিভাগ থেকে নির্বাচিত বাবর আজম। আর নারীদের সংক্ষিপ্ত তালিকা থেকে পুরষ্কার জেতেন অস্ট্রেলিয়ার রেচেল হেইন্স।

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর ভোটিং প্রসেসঃ

দুই ক্যাটাগরিতে (নারী ও পুরুষ) মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অন ফিল্ডে তাদের পারফরম্যান্স ও মাসে তাদের অর্জন দিয়ে।

মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান। সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ। ভোটিং অ্যাকাডেমি তাদের ভোট দেন ই-মেইলের মাধ্যমে, ভোটের ৯০ শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে। বাকি ১০ শতাংশ থাকে সমর্থকদের আওতায়।

আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ডারবানের পর পোর্ট এলিজাবেথেও বাংলাদেশকে লজ্জায় ডোবালেন মহারাজ

Read Next

মুমিনুল বলছেন এবার তালগোল পাকিয়েছেন উপর-নিচের হিসাবে

Total
0
Share