

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় টেস্ট। এই টেস্টের ৪র্থ দিনের খুটিনাটি আপডেট এই লাইভ রিপোর্টে।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ৪৫৩/১০ (১৩৬.২), এলগার ৭০, এরউই ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেনে ২২, মুলডার ৩৩, মহারাজ ৮৪, হারমার ২৯, উইলিয়ামস ১৩, অলিভিয়ার ০*; খালেদ ২৯-৬-১০০-৩, মিরাজ ২৬.২-৪-৮৫-১, তাইজুল ৫০-১০-১৩৫-৬
বাংলাদেশ ১ম ইনিংসে ২১৭/১০ (৭৪.২), তামিম ৪৭, জয় ০, শান্ত ৩৩, মুমিনুল ৬, মুশফিক ৫১, লিটন ১১, ইয়াসির ৪৬, মিরাজ ১১, তাইজুল ৫, খালেদ ০*, এবাদত ০; অলিভিয়ার ১৫-৪-৩৯-২, হারমার ১০.২-১-৩৯-৩, মহারাজ ২৪-৬-৫৭-২, মুলডার ১৩-৭-২৫-৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসে ১৭৬/৬ (৩.৯.৫ ওভারে ইনিংস ঘোষণা), এরউই ৪১, এলগার ২৬, পিটারসেন ১৪, বাভুমা ৩০, রিকেলটন ১২, ভেরেনে ৩৯*, মুলডার ৬; খালেদ ১০-০-৩৮-১, তাইজুল ১৫-২-৬৭-৩, মিরাজ ৯.৫-৩-৩৪-২
বাংলাদেশ ২য় ইনিংসে ৮০/১০ (২৩.৩), তামিম ১৩, জয় ০, শান্ত ৭, মুমিনুল ৫, মুশফিক ১, লিটন ২৭, রাব্বি ০, মিরাজ ২০, তাইজুল ০, খালেদ ০, এবাদত ০*; মহারাজ ১২-৩-৪০-৭, হারমার ১১.৩-১-৩৪-৩
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে ম্যাচে জয়ী, ২-০ ব্যবধানে সিরিজ জয়ী
ম্যাচ ও সিরিজ সেরাঃ কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।
৮০ তেই অলআউট বাংলাদেশঃ
লিটন দাস নিয়েছিলেন প্রতিরোধের আশ্রয়। স্পিনারদের ওপর পালটা আক্রমণ করে রান আদায় করে নিচ্ছিলেন। তবে হুট করেই তার ব্রেইন ফেড। কেশব মহারাজের বল তেড়েফুড়ে এসে মারতে যেয়ে স্টাম্পড হন। ৩৩ বলে ২৭ রান করে ফেরেন তিনি। লিটনকে ফিরিয়েই ৫ উইকেট পুর্ণ করেন মহারাজ।
পরে একই ওভারে মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদকে সাজঘরে ফেরান মহারাজ। সিমন হারমার তাইজুল ইসলামকে এলবিডব্লিউ করে শেষ করেন ইনিংস।
৮০ রানেই অলআউট হয় বাংলাদেশ, ম্যাচ হারে ৩৩২ রানে।
৪৪ রানে নেই ৬ উইকেটঃ
৩ উইকেটে ২৭ রান নিয়ে ৩য় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৪র্থ দিনেও দৃশ্য বদলায়নি। দলের রান ৫০ হবার আগেই সাজঘরে আরও ৩ ব্যাটার।
মুশফিকুর রহিমকে দিয়ে আজকের দিনের শুরু। ৮ বলে ১ রান করে কেশব মহারাজের বলে ডিন এলগারকে ক্যাচ দেন মুশফিক। সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে মুমিনুল হক ফেরেন ৫ রান করে। ২৫ বল খেলা মুমিনুলও মহারাজের শিকার। সিরিজে সাকুল্যে মুমিনুলের রান ১৩।
১ম ইনিংসে রান করা ইয়াসির আলি চৌধুরীর রাব্বি ২য় ইনিংসে রানই পাননি। তিনি আউট হয়েছেন সিমন হারমারের বলে লিজাড উইলিয়ামসকে ক্যাচ দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে ৪৫৩/১০ (১৩৬.২), এলগার ৭০, এরউই ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেনে ২২, মুলডার ৩৩, মহারাজ ৮৪, হারমার ২৯, উইলিয়ামস ১৩, অলিভিয়ার ০*; খালেদ ২৯-৬-১০০-৩, মিরাজ ২৬.২-৪-৮৫-১, তাইজুল ৫০-১০-১৩৫-৬
বাংলাদেশ ১ম ইনিংসে ২১৭/১০ (৭৪.২), তামিম ৪৭, জয় ০, শান্ত ৩৩, মুমিনুল ৬, মুশফিক ৫১, লিটন ১১, ইয়াসির ৪৬, মিরাজ ১১, তাইজুল ৫, খালেদ ০*, এবাদত ০; অলিভিয়ার ১৫-৪-৩৯-২, হারমার ১০.২-১-৩৯-৩, মহারাজ ২৪-৬-৫৭-২, মুলডার ১৩-৭-২৫-৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসে ১৭৬/৬ (৩.৯.৫ ওভারে ইনিংস ঘোষণা), এরউই ৪১, এলগার ২৬, পিটারসেন ১৪, বাভুমা ৩০, রিকেলটন ১২, ভেরেনে ৩৯*, মুলডার ৬; খালেদ ১০-০-৩৮-১, তাইজুল ১৫-২-৬৭-৩, মিরাজ ৯.৫-৩-৩৪-২
বাংলাদেশ ২য় ইনিংসে ২৭/৩ (৯.১), তামিম ১৩, জয় ০, শান্ত ৭, মুমিনুল ৫*; মহারাজ ৫-১-১৭-২, হারমার ৪.১-১-৮-১
বাংলাদেশের জিততে চায় ৩৮৬ রান, দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট।