

চেন্নাই সুপার কিংসের মত হারের পথ অনুসরণ করে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কাছে এবার তারা হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। এ নিয়ে এটি তাদের টানা ৪র্থ হার। অন্যদিকে আরসিবির এটি টানা ৩য় জয়।
১৫২ রানের টার্গেটে খেলতে নেমে আরসিবির উদ্বোধনীতে ৫০ রানের জুটি এনে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও অনুজ রাওয়াত। ডু প্লেসিস ১৬ রানে বিদায় নিলেও অনুজ তার স্বাভাবিক ব্যাটিং প্রবাহমান রাখেন। ভিরাট কোহলির সাথে ৮০ রানের জুটিও হয় তার।
৪৭ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৬ রানের চমৎকার ইনিংস খেলে আউট হন। হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান কোহলি। গ্লেন ম্যাক্সওয়েল টানা ২ চার মেরে ৯ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন।
মুম্বাইয়ের পক্ষে জয়দেব উনাদকাট ও ডেওয়াল্ড ব্রেভিস ১টি করে উইকেট পান।
ম্যাচ সেরা হন অনুজ রাওয়াত।
এর আগে মুম্বাই তাদের ১ম ইনিংসে ৬ উইকেটে ১৫১ রান করেন। সুরিয়া কুমার যাদব ৩৭ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান দুইজনই ২৬ রান করে করেন।
আরসিবির পক্ষে হারশাল প্যাটেল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৫১/৬ (২০), রোহিত ২৬, ইশান ২৬, ব্রেভিস ৮, সুরিয়া কুমার ৬৮*, তিলক ০, পোলার্ড ০, রমনদ্বীপ ৬, উনাদকাট ১৩*; হাসারাঙ্গা ৪-০-২৮-২, হারশাল ৪-০-২৩-২, আকাশদ্বীপ ৪-১-২০-১
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৫২/৩ (১৮.৩), ডু প্লেসিস ১৬, অনুজ ৬৬, কোহলি ৪৮, ম্যাক্সওয়েল ৮*, কার্তিক ৭*; উনাদকাট ৪-০-৩০-১, ব্রেভিস ০.৩-০-৮-১
ফলাফলঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ অনুজ রাওয়াত (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।