‘মদ্যপ অবস্থায় ১৫তলার ব্যালকনি থেকে আমাকে ঝুলিয়ে দিয়েছিল’

চাহালকে বিশ্বকাপে দেখতে চান হরভজন
Vinkmag ad

মাঠে হাস্যজ্জ্বোল ও প্রাণবন্ত একজন খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল। তবে তাঁর সাথেই ঘটেছে এক লোমহর্ষক কাণ্ড! ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সাক্ষী ভারতের এই তারকা স্পিনার। অল্পের জন্য চাহাল মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন। মদ্যপ অবস্থায় হোটেলের ১৫ তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দিয়েছিল তাঁর এক প্রাক্তন সতীর্থ। বর্ণনায় চাহাল দিয়েছেন আরও অনেক অজানা তথ্য।

দল বদলে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন চাহাল। সম্প্রতি রয়্যালসের একটি অনুষ্ঠানে তিনি ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে বলেছিলেন। অল্পের জন্য চাহাল মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সেদিন।

লোমহর্ষক ঘটনা নিয়ে চাহাল নিজেই বলেছেন, কী ঘটেছিল তাঁর সাথে। রাজস্থানের সোশ্যাল মিডিয়ায় চাহাল,

‘আমার এই কাহিনী কিছু মানুষ জানে। কিন্তু কখনই খোলাখুলিভাবে এ নিয়ে কথা বলিনি। প্রকাশ করিনি এ ঘটনা। ২০১৩ সালে আমি মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ছিলাম। ব্যাঙ্গালোরোতে ম্যাচের পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল সেদিন। একজন মাতাল বিদেশি খেলোয়াড় ছিলেন, আমি তাঁর নাম নেব না, দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এরপর তিনি আমাকে ডাকলেন, বাইরে নিয়ে গেলেন। এরপর আমাকে ধরে বারান্দায় নিয়ে গিয়ে আমাকে বাইরে ঝুলিয়ে রাখলেন!’

‘আমি কোনোভাবে তাঁকে ধরে রেখেছিলাম। কোনোভাবে আমার হাত যদি ফসকে যেত, বুঝতেই পারছেন। আমি ১৫ তলার বারান্দায় ছিলাম।’

‘এরপরেই অনেক মানুষ এসে আমাকে উদ্ধার করেন, পরিস্থিতি শান্ত করেন। আমি প্রায় অজ্ঞান হয়েই গিয়েছিলাম। আমার মুখে পানি ছিটানো হলো। তখনই আমি বুঝলাম, কোথাও চলে যাওয়ার আগে অনেক ভেবেচিন্তে যেতে হয়। সেবার বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম। একটুও ভুল যদি হতো সেদিন, আমি ১৫ তলা থেকে পড়ে যেতাম।’

৯৭ ডেস্ক

Read Previous

রমিজ রাজার চার দলীয় সিরিজের প্রস্তাব অনুমোদন পাচ্ছে না আইসিসিতে

Read Next

না ফেরার দেশে ক্যান্সারে ভোগা সাকিবের শাশুড়ি

Total
0
Share