

গুজরাট টাইটান্সকে অবিশ্বাস্য এক জয় উপহার দিলেন রাহুল তেওয়াটিয়া। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১২ রান। দুই ছক্কা হাঁকিয়ে তেওয়াটিয়ার কল্যাণে রোমাঞ্চকর জয় পায় গুজরাট। টান টান উত্তেজনাপূর্ন ম্যাচে পাঞ্জাব কিংসকে তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। এর ফলে ৩ ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত আছে নব্য ফ্র্যাঞ্চাইজিটি।
১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটের আস্থার প্রতীক হয়ে উঠেন ওপেনার শুবমান গিল। শুরুতে ম্যাথু ওয়েডের সাথে ৩২ রানের জুটি আসে তার। ওয়েড করেন মাত্র ৬ রান।
এরপর সাই সুদর্শনের সাথে ১০১ রানের জুটি গড়েন তিনি। ৩০ বলে ৩৫ রান করে সুদর্শন ফিরে যান। সেঞ্চুরির পথে যেতে থাকা শুবমান ৯৬ রানে আটকা পড়ে যান। ৫৯ বলের অনবদ্য ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১ ছয়ের মার।
দারুণ খেলতে থাকা হার্দিক পান্ডিয়া (২৭) শেষ ওভারের ১ম বলে রান আউট হলে জয়ের পথ ক্রমশ ধুসর হতে থাকে গুজরাটের। তবে শেষ দুই বলে ওডিন স্মিথকে ডিপ মিড উইকেট দিয়ে দুই ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তেওয়াটিয়া।
পাঞ্জাবের পক্ষে কাগিসো রাবাদা ২ উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার পান শুবমান গিল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিয়াম লিভিংস্টোনের দানবীয় ইনিংসের কল্যাণে ৯ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব কিংস। লিভিংস্টোন মাত্র ২৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করেন। এছাড়া শিখর ধাওয়ান ৩৫ ও জিতেশ শর্মা ২৩ রান করেন।
গুজরাটের পক্ষে রাশিদ খান ৩টি ও দর্শন নালকাণ্ডে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাঞ্জাব কিংসঃ ১৮৯/৯ (২০), মায়াঙ্ক ৫, ধাওয়ান ৩৫, বেয়ারস্টো ৮, লিভিংস্টোন ৬৪, জিতেশ ২৩, স্মিথ ০, শাহরুখ ১৫, রাবাদা ১, রাহুল চাহার ২২*, অরোরা ২, আর্শদ্বীপ ১০*; শামি ৪-০-৩৬-১, হার্দিক ৪-০-৩৬-১, ফার্গুসন ৪-০-৩৩-১, রাশিদ ৪-০-২২-৩, নালকাণ্ডে ৩-০-৩৭-২
গুজরাট টাইটান্সঃ ১৯০/৪ (২০), ওয়েড ৬, শুবমান ৯৬, সুদর্শন ৩৫, হার্দিক ২৭, মিলার ৬*, তেওয়াটিয়া ১৩*; রাবাদা ৪-০-৩৫-২, রাহুল চাহার ৪-০-৪১-১
ফলাফলঃ গুজরাট টাইটান্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ শুবমান গিল (গুজরাট টাইটান্স)