

আগের ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো আবাহনী লিমিটেডকে হারের স্বাদ দিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে পারভেজ রসুলের দিনে আবাহনীকে শেখ জামাল হারিয়েছে ৫ উইকেটে।
টসে জিতে আগে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পারভেজ রসুল, সানজামুল ইসলাম, রবিউল ইসলাম রবিদের স্পিন ঘূর্ণিতে ১৭৭ এই গুটিয়ে যায় আবাহনী।
৯.৪ ওভারে ২ মেডেন দেওয়া পারভেজ রসুল ২৯ রান খরচে নেন ৫ উইকেট। এছাড়া সানজামুল ২ ও রবি ১ উইকেট নেন।
আবাহনীর পক্ষে বলার মত রান করেন কেবল শামীম হোসেন পাটোয়ারী। রান আউট হবার আগে ৭২ বলে ৮ চারে ৫১ রান করেন তিনি।
১৭৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা শেখ জামালকে জয় পেতে অপেক্ষা করতে হয় ৪৯ তম ওভারের ৪র্থ বল অব্দি। ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রবিউল ইসলাম রবি। ৮৮ বল খেলে ৫ চার ও ২ ছয়ে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
এছাড়া ইমরুল কায়েস ২৬, সাইফ হাসান ২৪, জহুরুল ইসলাম ২১ রান করেন। ২৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তাইবুর রহমান পারভেজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনী লিমিটেড ১৭৭/১০ (৪৫.৪), মুনিম ২৫, নাইম ৭, বিহারি ১, মোসাদ্দেক ২২, জাকের ৩২, আফিফ ২, শামীম ৫১, সাইফউদ্দিন ৫, সাকিব ২, তানভীর ১৫*, সানি ৬; পারভেজ ৯.৪-২-২৯-৫, সানজামুল ৭-১-২৩-২, রবি ১০-০-২৬-১
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৮২/৫ (৪৮.৪), সৈকত ১৯, সাইফ ২৪, ইমরুল ২৬, জহুরুল ২১, রবি ৫৭*, রসুল ১০, তাইবুর ২০*; তানভীর ১০-১-১৩-১, সাকিব ৭-০-৪০-১, আফিফ ৭.৪-১-৩৮-২
ফলাফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ পারভেজ রসুল (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।