

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকান ফিল্ডাররা স্লেজিংয়ের আদলে গালিগালাজ করেছে এমন অভিযোগ করে বিপাকেই আছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার অভিযোগ অস্বীকার করে টেস্ট ক্রিকেট পৌরুষত্বের খেলা হিসেব উল্লেখ করেছেন।
এলগারের মতে মাঠে এমন কোনো ভাষা তারা ব্যবহার করেননি যাতে আঘাত পেতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা। বরং নিজেদের ব্যাটিং ইনিংসে বাংলাদেশের কাছ থেকে যা পেয়েছেন তাই ফেরত দিতে চেয়েছেন। বাংলাদেশও খারাপ স্লেজিং করেনি বলে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।
আজ (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে দ্বিতীয় টেস্টে। তার আগে গতকাল (৭ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী দিনের সংবাদ সম্মেলনে কথা বলেন এলগার।
সেখানেই স্লেজিং ইস্যুতে তিনি বলেন, ‘আমি মনে করি না এসব (গালাগালির অভিযোগ) যুক্তিসঙ্গত, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আমরা বেশ কঠিনভাবে ম্যাচটা খেলছিলাম এবং ঠিক তাই তাদের ফেরত দিচ্ছিলাম যা ব্যাটিং করার সময় আমাদের সাথে ঘটেছে। এটা টেস্ট ক্রিকেট, সেদিক থেকে এ পর্যায়ে এটা পৌরুষত্বের লড়াই।’
‘কোনভাবেই আমরা বাংলাদেশীদের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করিনি কারণ আমরা এখনো তাদের সম্মান করি। তাদের আরেকটু কঠোর হতে হবে, হয়তো তারা এই পর্যায়ে খেলায় অভ্যস্ত না। এটা শুধুই ফেরত দেওয়ার ব্যাপার ছিল আমাদের জন্য এর বেশি কিছু না।’
এই ইস্যুতে নিজের একটি স্পষ্ট বার্তাও দেন প্রোটিয়া অধিনায়ক। তার মতে স্লেজিং নয় প্রতিপক্ষকে জবাব দেওয়ার মূল অস্ত্র নিজেদের স্কিল।
‘আমার একটা বার্তা থাকবে যাই করিনা কেন সেটা যেন সম্মানের হয়। আমরা আমাদের নামকে কলুষিত করতে পারি না। সত্যি বলতে মাদের দিক থেকে তো নাই, বাংলাদেশীদের কাছ থেকেও আমরা কোনো বাজে স্লেজিং পাইনি। এটাই টেস্ট ক্রিকেট।’
‘এমন অনেক কিছুই আছে যা আমরা দেখি না। আপনাকে মাথায় রাখতে হবে ক্যামেরার বাইরেও অনেক কিছু ঘটে। আমরা ইচ্ছে করে একজন তরুণ খেলোয়াড়কে শঙ্কিত করতে পারিনা , আমরা শুধু মাঠের খেলাটা শক্তভাবে খেলতে চেয়েছি। আমরা বরং প্রকৃত অর্থে নিজেদের স্কিল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চেয়েছি।’