

দক্ষিণ আফ্রিকার ব্যাটার মিগনন ডু প্রিজ টি-টোয়েন্টি ফরম্যাটে মনোনিবেশ করার পাশাপাশি তাঁর পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর জন্য ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
🚨 STATEMENT @MdpMinx22 has announced her retirement from ODI and Test cricket
Thank You for all your contributions to raising the profile of women's cricket in the longer formats 🙌
She remains available for national duty in T20Is 🏏 #AlwaysRising pic.twitter.com/4l4pUanlcA
— Cricket South Africa (@OfficialCSA) April 7, 2022
ডু প্রিজ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে লিখেন,
‘এখন পর্যন্ত চারটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য আমি আশ্চর্যজনকভাবে ভাগ্যবান। এগুলি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। তবে এখন আমি আমার পরিবারকে সময় দিতে চাই এবং আশা করি খুব শীঘ্রই আমার নিজের একটি নতুন পরিবার শুরু করব।’
‘আমি মনে করি খেলার দীর্ঘ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আমার মনোযোগ কেন্দ্রীভূত করার সঠিক সময় এখনি। এইভাবে, নিউজিল্যান্ডে আমাদের বিশ্বকাপের সমাপ্তিতে আমি ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি অনুভব করি দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট খুবই ভালো অবস্থায় রয়েছে এবং সময় এসেছে আমার সরে যাওয়ার এবং পরবর্তী প্রজন্মের দুর্দান্ত ক্রিকেটারদের আমাদের এই সুন্দর খেলাটি চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার।’
তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,
‘আমার ওডিআই ক্যারিয়ারে ক্রমাগত সমর্থনের জন্য আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বোর্ডের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। ১৫৪টি ওডিআই ম্যাচে এবং সর্বোচ্চ পর্যায়ে আমার দেশের অধিনায়কত্ব করার সুযোগের জন্য। অবশেষে, আমার ওডিআই যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আমাদের ম্যানেজমেন্ট এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।’
২০০৭ সালে প্রোটিয়া জার্সিতে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়ার ডু প্রিজ ১৫৪টি ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। লম্বা এই ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধশতকের সাহায্যে ৩২.৯৮ গড়ে ৩৭৬০ রান করেছেন। তিনি একটি টেস্ট ম্যাচও খেলেছেন, সেই ম্যাচে সেঞ্চুরি সহ ৫৯.৫০ গড়ে ১১৯ রান করেছেন।
৩২ বছর বয়সী প্রিজ সর্বশেষ মাঠে নামেন সম্প্রতি শেষ হওয়া ২০২২ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে পৌঁছাতে রাখেন বড় অবদান। টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে মোট ১৬১ রান করেন, লিগ পর্বে ভারতের বিরুদ্ধে হাঁকান অর্ধশতক।