

আধুনিক ক্রিকেটে একাদশ নিয়ে লুকোচুরি থেকে সরে এসেছে বড় দলগুলো। তবে এ জায়গায় এখনো বেশ পিছিয়ে বাংলাদেশ। একাদশ সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত চলে অপেক্ষা। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে যেমন ঠিক হয়নি কোনো কম্বিনেশনই। আশার কথা সুস্থ হয়ে ফিরছেন তামিম ইকবাল।
হতাশার ডারবান টেস্ট পেছনে ফেলে আগামীকাল (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে মুখোমুখি হচ্ছে দুই দল। আগের ম্যাচে শেষ মুহূর্তে একাদশ থেকে ছিটকে যান তামিম। প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষাটা দীর্ঘ হয় পেটের পীড়ায় ভুগেছেন বলে। তবে থাকছেন আগামীকালকের একাদশে।
তামিমের ফেরার তথ্য ছাড়া বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক আজ (৭ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে কোনো কিছুই আর নিশ্চিত করতে পারেননি। আগের ম্যাচে চোটে পড়ে দেশে ফেরা তাসকিন আহমেদের জায়গায় বাড়তি পেসার কে হতে পারে কিংবা আগের টেস্ট মাথায় রেখে স্পিনার খেলানো হবে কীনা এমন সব প্রশ্ন করা হয়। তবে উত্তরে ম্যাচের আগে উইকেট দেখে একাদশ সাজাবেন বলে জানান টাইগার কাপ্তান।
তিনি বলেন, ‘তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী ইন শা আল্লাহ উনি খেলবেন। আপনারা যে একটা পেস বোলার অথবা একটা স্পিনারের কথা বলছেন, আমরা আসলে কালকে একটু ওভারকাস্টে গিয়ে উইকেটটা হয়তো কালকে পর্যন্ত না দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কি হবে।’
এদিকে পোর্ট এলিজাবেথের উইকেটে সাম্প্রতিক সময় স্পিন নির্ভরতা বাড়ছে। সাথে ডারবান টেস্টে প্রতিপক্ষ স্পিনারদের কাছে ধরাশয়ী হওয়ার গল্প তো এখনো টাটকাই। সে ক্ষেত্রে ডারবান টেস্টে এক স্পিনার নিয়ে খেলা বাংলাদেশ কি আগামীকাল বাড়তি স্পিনারের পথে হাঁটবে?
মুমিনুলের জবাব, ‘দেখেন উইকেটটা যতটুক দেখলাম, উইকেটটা হয়তো আপনার একটু শুকনো আছে, আমার কাছে যতটুকু মনে হয়। আগের ইতিহাস কি হয়েছিল না হয়েছিল এগুলো নিয়ে ভাবাটা খুবই কঠিন। কারণ হয়তো এখানে আপনার ভিন্নও হতে পারে।’
‘এখন উইকেটটা কালকে সকালে আমরা আরেকবার দেখলে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারবো আসলে একটা স্পিনার বেশি খেলব নাকি একটা পেস বোলার বেশি খেলবে। কালকে আরেকবার দেখে হয়তোবা সিদ্ধান্তটা নিবে।’
‘আমার কাছে মনে হয় দুটাই হতে পারে (বাড়তি স্পিনার খেলালে সেটা ব্যাটার নাকি পেসারের জায়গায়), ব্যাটারের জায়গায় হতে পারে আবার পেসারের জায়গায়ও হতে পারে।’