উইকেট পেয়েও যে কারণে ভালো লাগছে না নাসুমের

উইকেট পেয়েও যে কারণে ভালো লাগছে না নাসুমের
Vinkmag ad

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ৪ ম্যাচে ৭ উইকেট নাসুম আহমেদের। রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার অবশ্য তাতে খুশি হতে পারছে না। কিছু বাড়তি রান খরচ করে নিজেরই ভালো লাগছে না বলছেন।

৪ ম্যাচে ৭ উইকেট নেওয়া নাসুম ওভারপ্রতি খরচ করেছেন ৪.০৮ রান। যা আপাত দৃষ্টিতে বেশ ভালোই বলতে হয়। বিশেষ করে উইকেট যখন ব্যাটারদের হয়ে কথা বলে। কিন্তু তাতেও মন ভরছে না নাসুমের।

আজ (৭ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে দারুণ কীনা বলতে পারছি না, কারণ আমার ভালো লাগছে না। কারণ আমি ৪০ এর বেশি রান দিয়ে দিচ্ছি। আমার লক্ষ্য হচ্ছে ৩০-৩৫ এরকম দিলে হয়তোবা ভালো লাগতো। ৪ ম্যাচে ৭ উইকেটে পেয়েছি, বেশিরভাগই আমার প্রথম ওভারে উইকেট পেয়েছি এটা একটু ভালো লাগছে।’

রান খরচের পেছনে অবশ্য উইকেটকেই দায়ী করেছেন, ‘হ্যাঁ উইকেটটা অনেক ভালো। বোলারদের জন্য না, সবই ব্যাটারদের কৃতিত্ব। প্রত্যেক ম্যাচেই ২৫০-৩০০ হচ্ছে, এখানে বোলারদের কিছু নেই। আমরা চেষ্টা করতেছি ভালো করার। মিরপুর, সাভার সবগুলো উইকেটই একই রকম। সবগুলোতেই খেলেছি, এখানেও (মিরপুরে) একটা ম্যাচ খেলছি। সবগুলোই ব্যাটারদের ফেভারে আছে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ইতোমধ্যে ডাক পেয়েছেন। ২০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেললেও অভিষেক হয়নি ওয়ানডেতে। আর এখনো টেস্টের জন্য বিবেচিতই হননি সেভাবে।

টেস্ট নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে নাসুম যোগ করেন, ‘ওরকম কোনো পরিকল্পনা করছি না। আমি আমার পারফরম্যান্সের দিকেই মনযোগী আছি। যদি আমার সুযোগ আসে আমি ভালো করার চেষ্টা করবো। মানে ওটার জন্যই অপেক্ষা করে বসে আছি ওরকম কিছু না। আমি কখনো এভাবে চিন্তা করি না। আমি আমার বর্তমান যেটা আছে সেটা নিয়েই চিন্তা করি।’

ওয়ানডে দলে ডা পেয়েও অভিষেক হয়নি এখনো। চলতি ডিপিএল কি তবে নাসুমের ওয়ানডে দলে জায়গা পাকা করার মিশন? পারফর্ম করে নির্বাচকদের কোনো বার্তা দিতে চান কীনা?

এমন সব প্রশ্নের উত্তরে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘না এখানে বার্তা দেওয়া কিংবা চ্যালেঞ্জ জানানোর কিছু নাই। এটাই আমার পেশা, আমাকে খেলতে হবে, পারফর্ম করতে হবে। তো আমি ওটাই করার চেষ্টা করতেছি। মি যেখানেই যে ম্যাচ খেলার চেষ্টা করি ওই ম্যাচে পারফর্ম করার চেষ্টা করি। কিন্তু এখানে আমি কাউকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য খেলছি না। ওরকম করলে আমি হয়তোবা পারবোই না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

কোহলির সমস্যা সমাধানে ওয়াসিম আকরামের পরামর্শ

Read Next

৩৫ দেশের প্রমীলা ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট

Total
0
Share