কোহলির সমস্যা সমাধানে ওয়াসিম আকরামের পরামর্শ

কোহলির সমস্যা সমাধানে ওয়াসিম আকরামের পরামর্শ
Vinkmag ad

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ইনসুইং ডেলিভারি মোকাবেলায় ভিরাট কোহলিকে কিছু পরামর্শ দিয়েছেন। সাবেক ভারতীয় অধিনায়ক প্রায়ই সুইং ডেলিভারিতে পরাস্ত হচ্ছেন এই ইনকামিং ডেলিভারিগুলোকে মোকাবেলা করা কঠিন বলে মনে করেছেন।

ওয়াসিম বিশ্বাস করেন যে ইনিংসের শুরুতে যখন বল বাতাসে চলে তখন কোহলির ওপেন স্ট্যান্সে থাকা উচিত।

ওপেন স্ট্যান্স ব্যাটারকে এলবিডব্লিউ ডিসমিসাল এড়াতে দেয় কারণ পায়ের কোণ সামনের পাকে স্টাম্পের লাইন থেকে দূরে রাখে।

ওয়াসিম আরও বলেন, ‘আমি মনে করি প্রথম কয়েক ওভারের জন্য ইনকামিং ডেলিভারি হলে কোহলির প্রাথমিকভাবে ওপেন স্ট্যান্স নিয়ে ব্যাট করা উচিত। তাহলে ইনসুইং ডেলিভারি তার প্যাডে আঘাত করবে না। যদি সে মনে করে সে বামহাতিদের বোলারদের বিরুদ্ধে স্ট্রাগল করছে সে এই স্টান্সে সোজা খেলতে পারে। ভিরাটের উচিত শুরুতে এই প্ল্যানে খেলা।’

‘কোহলির মতো একজন খেলোয়াড় যদি প্রথম দুই ওভারে বেঁচে যায়, তাহলে আমি মনে করি না তাকে আটকানো সহজ হবে।’

সাম্প্রতিক সময়ে মিচেল জনসন, ট্রেন্ট বোল্ট এবং মোহাম্মদ আমিরের মতো বাঁহাতি পেসারদের মোকাবেলা করা কোহলির জন্য কঠিন হয়ে পড়েছে।

‘রোহিত এবং ভিরাট এত দুর্দান্ত খেলোয়াড়,ওডিআই এবং টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ও তাদের ধারাবাহিকতা এবং পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে।’

টি-টোয়েন্টিতে,খুব কমই কয়েক ওভারের জন্য বল সুইং করে ভিরাট এবং রোহিতকে শুধুমাত্র এই বলগুলিকে দেখেশুনে খেলতে হবে। তাহলেই সাফল্য ধরা দিবে বলে অভিমত এই সাবেক পাকিস্তানি গ্রেটের।

৯৭ ডেস্ক

Read Previous

১৩৩ বছরের পুরোনো মাঠ, ডোনাল্ড বলছেন বাতাসের সাথে করতে হবে লড়াই

Read Next

উইকেট পেয়েও যে কারণে ভালো লাগছে না নাসুমের

Total
0
Share